Vastu Tips : জলের মতো খরচ? জমাতে পারছেন না টাকা ? ভাগ্য ফেরানোর সহজ উপায়
Vastu Tips For Money : যদি ঋণের ভারে জর্জরিত হয়, টাকা রাখতে না পারেন, তাহলে কয়েকটি কাজ করুন।
Vastu Tips : কিছুতেই জমাতে পারছেন না টাকা ? কীভাবে যেন খরচ হয়ে যাচ্ছে ? আপনি যদি কিছুতেই টাকা জমাতে না পারেন, তাহলে কিছু রীতি মেনে দেখতে পারেন। বাস্তুশাস্ত্রে কিছু নিয়মের কথা বলা হয়েছে, যা আর্থিক সমৃদ্ধির সহায়ক। খুব বেশি খরচ সাপেক্ষ নয়, কিন্তু কার্যকরী এই উপায়গুলি, মনে করেন অনেকে।
আপনি যদি ঋণের ভারে জর্জরিত হয়, টাকা রাখতে না পারেন, তাহলে কয়েকটি কাজ করুন। জেনে নিন কী কী ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন। টাকা যদি আপনার পকেটে না টেকে, তাহলে চাল দিয়ে এই সহজ প্রতিকারগুলো করে দেখুন। আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকবে, আপনার পকেট খালি থাকবে না।
বাস্তুশাস্ত্র অনুসারে পার্সে সবসময় চালের দানা রাখুন। এতে করে টাকার অভাব হয় না। পূর্ণিমার দিনে একটি ছোট লাল রঙের রেশমী কাপড় নিন, চাঁদের আলোতে যান। তাতে ২১ টি ধান রাখুন। এই চালের দানাগুলি আপনার পার্সে এমন জায়গায় রাখুন যেখানে অন্য কারও চোখ পড়বে না।
এই কাজ করলে, আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে শুরু করবেন । সঞ্চয় এবং আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। প্রতি জন্মদিনে, আপনি বাবা-মায়ের কাছ থেকে একটি টাকা নিন এবং তাতে জাফরান লাগান । তারপর সেই নোটটি সর্বদা আপনার পকেটে রাখুন। এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে এবং আপনার পকেট সর্বদা পূর্ণ থাকবে।
আরও পড়ুন :
রহস্যময় এই শিব মন্দিরে প্রতিটি ইচ্ছা পূরণ হয় ভক্তদের! স্ট্যাম্প পেপারে মহাদেবের কাছে জমা পড়ে আবেদন
তথ্যসূত্র : ABP News
দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এছাড়া আরও একটি কাজ করতে পারেন। যে আলমারিতে টাকা রাখবেন তার পিঠ যেন দক্ষিণ দিকে লেগে থাকে আর দরজা উত্তর দিকে খোলে। এছাড়া আর্থিক অনটন থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার লকারে একটি গোটা হলুদ রেখে দিন। এতে আর্থিক সুরাহা হবে।