Vastu Tips For Money: রোজগার নিয়ে চিন্তা? হাতে টাকা থাকছে না? এই অভ্যাস এড়ালেই মিলবে স্বস্তি
Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুযায়ী, ভুল কোনও পদক্ষেপে জীবনের স্বাচ্ছন্দ্য এবং অর্থাগম ধাক্কা খেতে পারে।
কলকাতা: আর্থিক নিরাপত্তা নিয়ে সবাই চিন্তা করে। দিনের পর দিন খরচ বাড়ছে, রোজগারের নিরাপত্তাও নানাসময় টালমাটাল হচ্ছে। ফলে পরিবারকে ঠিকমতো চালাতে আর্থিক দিক থেকে নিরাপদ থাকতে চায় সকলেই। এর জন্য পরিশ্রম যেমন দরকার। তেমনই প্রয়োজন কিছু টিপসও। বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু টিপস মেনে চললে সহজেই অর্থ সংস্থান নিয়ে চিন্তা এড়ানো যায়। বলা হয়ে থাকে দেবী লক্ষ্মীর আর্শীবাদ থাকলে অর্থের আগমনে বাধা থাকে না। কিন্তু সেই আশীর্বাদ পেতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ভুল কোনও পদক্ষেপে জীবনের স্বাচ্ছন্দ্য এবং অর্থাগম ধাক্কা খেতে পারে।
এই সমস্যা এড়াতে গেলে টাকা নিয়ে বেশ কিছু কাজ এড়াতে হবে। সেগুলো কী কী?
টাকা গোনার সময়:
অনেকেরই অভ্যাস রয়েছে লালা দিয়ে টাকা গোনার। এটা একদমই ঠিক নয়। বাস্তু অনুযায়ী এমন কাজে দেবী লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন এই কাজে। এর জেরে দারিদ্রও আসতে পারে। স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব পড়তে পারে।
লেখা নয়:
নগদ টাকার উপর কিছু লেখা উচিত নয়। আঁকিবুকি কাটাও উচিত নয়। বাস্তুমতে ধনসম্পদকে অপমান করা হয় এমন করলে। পাশাপাশি ভারতীয় আইন অনুযায়ী ব্যাঙ্ক নোটের উপর কিছু লেখাও আইনবিরুদ্ধ।
এদিক-ওদিক নয়:
অনেক সময় যেখানে সেখানে নগদ টাকা রেখে দেওয়ার অভ্যাস রয়েছে অনেকের। এটা অর্থাগমের ক্ষেত্রে কুপ্রভাব ফেলে। ঠিক জায়গায় টাকা রাখতে হবে। খাবারের সঙ্গে বা খাবারের জায়গায় টাকা ফেলে রাখা ঠিক নয়।
বাতিল কাগজ বাদ দিন:
অনেকসময়েই আমরা টাকার ব্যাগে নানা ধরনের বাতিল কাগজ রেখে দিই। পুরনো বিল, পুরনো কোনও কাগজ যেগুলো কোনও কাজে লাগবে না সেগুলি রেখে দিই। এই অভ্যাস এড়ানো উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই কারণে রোজগারের উপর প্রভাব পড়তে পারে।
সাবধানে রাখুন টাকা:
রাতে ঘুমনোর সময় যেখানে সেখানে টাকার ব্যাগ ফেলে রাখবেন না। মাথার কাছে টাকার ব্যাগ রাখবেন না। আলমারিতে বা সিন্দুকে টাকা তুলে রাখুন। নগদ টাকা দুমড়ে মুচড়ে বা ভাঁজ করে টাকার ব্যাগে রাখবেন না।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
আরও পড়ুন: চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, সাফ অ্যাকাউন্ট