Vastu Tips For Home: বাড়িতে রাখা এই জিনিসগুলি আর্থিক সঙ্কট ডেকে আনতে পারে ! এখনই সরিয়ে ফেলুন
Tips to get Prosperity : বাস্তু অনুসারে, আমরা যদি দৈনন্দিন জিনিসগুলিতে মনযোগ দিই এবং ঘরে রাখা কিছু জিনিস সরিয়ে ফেলি যা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
কলকাতা : অনেক সময় মানুষ পরিশ্রম করেও সফল হতে পারে না। এর অন্যতম কারণ, জেনে বা না জেনে সে ছোট ছোট ভুল করতে থাকে। যা সে নিজেও টের পায় না। ফলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে না। বাস্তু অনুসারে, আমরা যদি দৈনন্দিন জিনিসগুলিতে মনযোগ দিই এবং ঘরে রাখা কিছু জিনিস সরিয়ে ফেলি যা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব (Negative Effect) ফেলে, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
বাড়িতে এই জিনিসগুলো রাখবেন না-
যদি মন্দিরে (Temple) ছেঁড়া এবং পুরানো ছবি বা দেবদেবীর ভাঙা মূর্তি থাকে, তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। এতে আর্থিক ক্ষতি হয়। যদি ঘরে ছেঁড়া কাপড়ও (Torn Dresses) থাকে তা সরিয়ে ফেলা উচিত। কারণ, এটি শুক্র গ্রহের প্রভাব নষ্ট করে দেয়। যে কারণে জীবনে আর্থিক সমস্যা শুরু হয়।
আরও পড়ুন ; মৃত্যুর পর কোন 'দুনিয়ায়' ? নিজের রাশিফল থেকে কীভাবে বুঝবেন ?
বাড়িতে যদি পায়রা বাসা করে থাকে তবে তা দ্রুত সরিয়ে ফেলুন। এতে অর্থনৈতিক অগ্রগতি থমকে যাবে। বাড়িতে ছেঁড়া এবং পুরানো জামাকাপড়ও সরিয়ে ফেলুন।
মহাভারত যুদ্ধের ছবি, নটরাজের মূর্তি, তাজমহলের ছবি, ডুবন্ত নৌকা, ঝর্ণা, বন্য প্রাণীর ছবি, কবর এবং ঘরে কাঁটা গাছের ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলুন। এগুলি নেতিবাচক অনুভূতি নিয়ে আসে। যে কারণে জীবনে ভাল ঘটনা ঘটা বন্ধ হয়ে যায়।
বাড়িতে প্লাস্টিকের জিনিস থাকলে তা সরিয়ে ফেলুন। কারণ, প্লাস্টিকের আধিক্য ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে। ঘরের ঘড়ি বন্ধ থাকলে বা নষ্ট হয়ে গেলে তা ঘরে রাখবেন না। এতে কাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
পুরনো খবরের কাগজ ঘরে থাকলে এখনই তা সরিয়ে ফেলুন। কারণ, এতে জমে থাকা ধুলো অর্থনৈতিক অবস্থার ওপর খারাপ প্রভাব ফেলে।
যদি বাড়িতে খারাপ চার্জার, তার, বাল্ব এর মতো অনেক বৈদ্যুতিক জিনিস থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। কারণ, ক্ষতিগ্রস্ত ইলেক্ট্রনিক জিনিসগুলির কারণে নেতিবাচক শক্তির প্রবাহ বেড়ে যায়।
আর্থিক সীমাবদ্ধতার সঙ্গে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। যদি ঘরে খারাপ তালা পড়ে থাকে তবে অবিলম্বে তা সরিয়ে ফেলুন। কারণ খারাপ তালার মতো মানুষের উন্নতিও থেমে যায়।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)