এক্সপ্লোর
Advertisement
Vastu Tips: বাড়ির কোন কোণে টিভি রাখলে সমৃদ্ধি আসন্ন? কোথায় রাখলে দাম্পত্যে অশান্তি?
Vastu Shastra : বাস্তুশাস্ত্র অনুসারে শোবার ঘরে টিভি লাগানো উচিত নয়। কিন্তু আপনার বেডরুমে যদি টিভি থাকে, তাহলে কিছু বিষয় মাথায় রাখুন !
Vastu Shastra Rules and Direction For TV: সব বাড়িতেই টিভি থাকে। কেউ বসার ঘরে টিভি রাখে আবার কেউ বেডরুমে। কিন্তু আপনি কি জানেন আপনার বাড়িতে লাগানো টিভি আর্থিক সমস্যাও ডেকে আনতে পারে? হ্যাঁ, আপনি যদি বাস্তু অনুসারে সঠিক দিক ও জায়গায় টিভি না রাখেন, তাহলে অনেক সমস্যা হতে পারে।
বাস্তুশাস্ত্রে ( Vastu Tips ), বাড়িতে উপস্থিত ছোট থেকে বড় জিনিসের দিক ও অবস্থান বলা হয়েছে। বাস্তু অনুসারে, বাড়িতে জিনিসগুলি নিয়ম মেনে রাখলে ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ে এবং বাস্তু দোষ দূর হয়। বাস্তুর নিয়ম মেনে রাখলে, নেতিবাচক শক্তি দূর করতে টিভি রাখতে হবে সঠিক দিকে। জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে টিভি কোন জায়গায় ও দিকে রাখা উচিত।
বাস্তু মতে এভাবে টিভি রাখুন
- বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিকে টিভি রাখতে হবে। এই দিকটি টিভি রাখার জন্য সেরা বলে মনে করা হয়। কারণ এই দিকে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
- এটাও মাথায় রাখুন, টিভি এমনভাবে রাখুন যাতে টিভি দেখার সময় আপনার মুখ যেন পূর্ব দিকে থাকে।
- টিভি পরিষ্কার রাখুন। টিভিতে ময়লা বা ধুলো জমা হতে দেবেন না। এটি নেতিবাচকতার দিকে নিয়ে যেতে পারে।
- ঘরের প্রবেশপথের ঠিক সামনে টিভি রাখা উচিত নয়। এ কারণে পরিবারে সবসময় অশান্তি বিরাজ করছে।
বেডরুমে টিভি রাখুন, তবে এই বিষয়গুলো মাথায় রাখুন - বাস্তুশাস্ত্র অনুসারে শোবার ঘরে টিভি লাগানো উচিত নয়। কিন্তু আপনার বেডরুমে যদি টিভি থাকে, তাহলে কিছু বিষয় মাথায় রাখুন
- আপনি যখন টিভি দেখছেন না, তখন তার পর্দা ঢেকে রাখুন। শোবার ঘরে টিভির পর্দা খোলা রাখলে বাস্তু দোষ হয়।
- বেডরুমের দক্ষিণ-পূর্ব কোণে টিভি রাখুন। এতে কোনো দোষ নেই।
- বেডরুমে লাগানো টিভি একেবারেই ঘরের মাঝখানে থাকা উচিত নয়। এতে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয়।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
জ্যোতিষ (Astro) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement