Daily Astrology: চাকরির অফার পেতে পারেন, ব্যবসায়ীদের বড় বিপদ হতে পারে বুধবার; কী বলছে আপনার রাশিফল?
Horoscope Tomorrow: তুলা থেকে মীন, আগামীকাল বুধবার কোন রাশির দিন কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল ২৮ মে। বুধবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): দারুণ কাটবে দিন। বিশেষ ব্যক্তির সঙ্গে হঠাৎ দেখা হওয়ায় কেরিয়ারের দিক থেকে পরিবর্তন আসতে পারে। উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পাবেন। কোনও কাজে তাড়াহুড়ো করা এড়ানো উচিত। জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলাই ভাল হবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): অফিসের কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে হতে পারে। অন্যদের সাহায্য পাবেন। কোনও কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। বন্ধুদের সঙ্গে বাইরে যাবেন এবং আনন্দের মুহূর্ত কাটাবেন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। কোনও কাজে অন্যদের রাজি করাতে অনেকাংশে সফল হবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন উৎস থেকে অর্থ পাবেন। আপনি স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকবেন। কোনও কাজের জন্য বন্ধুর বাড়িতে যেতে পারেন। কোনও বিশেষ ইচ্ছা পূরণ হবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): দুর্দান্তভাবে দিন কাটবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ফলে সম্পর্কের উন্নতি হবে। এমন কিছু বিষয়ে জড়িয়ে পড়তে পারেন, যা সমাধান করতে আপনার কিছুটা অসুবিধা হতে পারে। পারিবারিক কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আপনি বাড়ির সকল সদস্যের সমর্থন পাবেন। খরচ নিয়ে চিন্তাভাবনায় ডুবে থাকতে পারেন। ব্যয় কিছুটা নিয়ন্ত্রণ করা উচিত।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কাজে শক্তি ফিরে পাবেন। স্ত্রীর সাফল্য বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি করবে। নতুন প্রকল্পে কাজ করলে অনেক কিছু শেখাবে। বাবা-মায়ের সঙ্গে সময় কাটান। প্রিয়জনের কাছ থেকে দুর্দান্ত খবর পাবেন। পড়াশোনার প্রতি ঝোঁক থাকবে। নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনি সফলভাবে পূরণ করবেন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): শৈল্পিক কাজে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ফলে সাফল্যের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। কোনও কাজে স্ত্রীর সাহায্য পেলে উপকৃত হবেন। ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করা দরকার। এতে বিভ্রান্তি দূর হবে। কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বাড়িতে আত্মীয় আসতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন




















