Wednesday Ganesh Puja : বুধবার গণেশ আরাধনার দিন, এই নিয়মগুলি মেনে চললে সমৃদ্ধি দোরগোড়ায়
বিশ্বাস করা হয় যে এই দিনটি ভগবান গণেশের খুব প্রিয় এবং এই দিনের উপাসনায় তিনি সন্তুষ্ট হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন।

কলকাতা : যে কোনও পুজোর আগেই পুজো করতে হয় ভগবান গণেশকে। সব দেবতাদের মধ্যে প্রথম উপাসনা করা হয় গণপতিকে। তাঁকে বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। গণেশ তাঁর ভক্তদের কষ্ট দূর করেন, তাই তাকে বিঘ্নহর্তাও বলা হয়। শাস্ত্রে বুধবার দিনটিকে গণেশের পুজোর জন্য উৎসর্গ করা হয়েছে।
বুধবার সপ্তাহের তৃতীয় দিন । এই দিনটি ভগবান গণেশের পুজোর জন্য উত্সর্গীকৃত। হিন্দুধর্মে, সপ্তাহের প্রতিটি দিন একেক দেবতার জন্য উত্সর্গীকৃত। একইভাবে বুধবার গণেশ পুজোর বিধান রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনটি ভগবান গণেশের খুব প্রিয় এবং এই দিনের উপাসনায় তিনি সন্তুষ্ট হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন।
আরও পড়ুন :
কারণে-অকারণে স্বামী স্ত্রীর ঝগড়া বেঁধে যাচ্ছে? বিবাহিত জীবন টালমাটাল? এই বাস্তু-দোষগুলি নেই তো?
কার্যসিদ্ধির সঙ্গে গণেশের বিশেষ সম্পর্ক
পুরাণ অনুসারে, ভগবান শিব প্রথমে ত্রিপুরাসুরকে বধ করতে ব্যর্থ হন, তখন তিনি কেন ব্যর্থ হলেন, তা নিয়ে ভাবতে বসেন। কী কারণে তাঁর কাজে বাধা এল, তা নিয়ে তিনি চিন্তা করেছিলেন। তখন তিনি বুঝতে পারেন যে, নিজের ছেলে গণেশের পুজো না করেই যুদ্ধ শুরু করেছেন। গণেশের পুজো করেন তিনি । এর পরে যুদ্ধ হলে ত্রিপুরাসুর পরাজয় ঘটে।এরপর থেকেই যে কোনও কার্যসিদ্ধির জন্য গণেশ পুজো শুরু হয়।
দেবতার উদ্দেশে ফুল ও মালা অর্পণ করা হয় এবং লাড্ডু নিবেদন করা হয়। এই কারণেই প্রতিটি কাজের আগে গণেশের পুজো করা হয়, যাতে কোনও বাধা ছাড়াই কাজ সম্পূর্ণ হয়।
বুধবার এই ভাবে প্রভু গণেশকে খুশি করবেন
- বুধবার, গণেশের পাশাপাশি বুদ্ধদেবেরও পুজো করুন। এতে গণেশ প্রসন্ন হন এবং বুদ্ধদেবের আশীর্বাদও লাভ করেন।
- বুধবার পুজোয় গণেশকে মোদক অর্পণ করতে ভুলবেন না। এতে বুধ গ্রহ সংক্রান্ত ত্রুটি দূর হয়। অন্যদিকে শমী পাতা নিবেদন করলে বুদ্ধি ও বিচক্ষণতা বৃদ্ধি পায়।
- বুধবার ভগবান গণেশের পুজো করুন এবং মৌরি খেয়ে বাড়ি থেকে বের হন। এতে কাজে সাফল্য আসে।
- অবিবাহিতরা গণেশকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)



















