Bajaj Chetak: অনেক কম খরচে চালাতে পারবেন বাজাজ চেতক স্কুটার, বছর শেষের আগে কী উপহার দিচ্ছে সংস্থা ?
Bajaj Chetak Electric Scooter: আগামী ২০ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে বাজাজ চেতকের বৈদ্যুতিন স্কুটার। বাজাজ চেতকের পেট্রোল ভ্যারিয়ান্টের ফিচার্সের মতই অনেকটা একই রয়েছে এই বৈদ্যুতিন স্কুটারের ফিচার্স।
Bajaj Chetak Electric Scooter: বাজাজের সবথেকে জনপ্রিয় স্কুটারের মডেল চেতক এবার আসবে নতুন অবতারে। বৈদ্যুতিন স্কুটার নিয়ে আসবে বাজাজ চেতক (Electric Scooter)। বছর শেষের আগেই এই নয়া বৈদ্যুতিন স্কুটার আসবে ভারতের বাজারে। আর সাধারণ মডেলের তুলনায় এই বৈদ্যুতিন মডেলে (Bajaj Chetak) অনেক রদবদল করেছে বাজাজ, ফিচার্সে অনেক উন্নতি করেছে সংস্থা। জুড়ে গিয়েছে আরও অনেক নতুন ফিচার্স। নতুন প্ল্যাটফর্মের উপর তৈরি হয়েছে এই বাজাজ চেতকের বৈদ্যুতিন স্কুটার, এতে পাবেন দারুণ রেঞ্জ, এর পাওয়ারও অনেক বাড়ানো হয়েছে আগের থেকে। কবে আসবে বাজাজ চেতকের বৈদ্যুতিন স্কুটার (Bajaj Chetak E-Scooter) ? কত দামে পাবেন ?
কবে আসবে বাজাজ চেতকের বৈদ্যুতিন স্কুটার
ভারতের বাজারে আগামী ২০ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে বাজাজ চেতকের বৈদ্যুতিন স্কুটার। বাজাজ চেতকের পেট্রোল ভ্যারিয়ান্টের ফিচার্সের মতই অনেকটা একই রয়েছে এই বৈদ্যুতিন স্কুটারের ফিচার্স। এই ইভির ডিজাইন আরও উন্নত করতে কিছু কিছু বদল করা হয়েছে এই স্কুটারে। চেতকের বৈশিষ্ট্য মূলত রয়েছে এর ডিজাইনে এবং এই গাড়িনির্মাতা সংস্থা সাধারণ মানুষের চাহিদার উপরেও গুরুত্ব দিয়েছে।
বাজাজ চেতকের রেঞ্জ ও শক্তি
বাজাজ চেতক ইলেকট্রিকের স্টোরেজ স্পেস আগের থেকে অনেক বাড়ানো হয়েছে। এর কারণে আগের থেকে স্কুটারের ব্যাটারির জায়গা বদল হতে পারে। বৈদ্যুতিন স্কুটারের ভ্যারিয়ান্টের কথা বলতে গেলে অনেক বিকল্প থাকবে। এই ইভিটি আবার প্রিমিয়াম ফিচার্সেও পাওয়া যাবে। বাজাজ এই স্কুটারের রেট্রো ডিজাইনের শক্তি বাড়াতে চলেছে। ফলে ভাল রেঞ্জ, ভাল শক্তি এবং ব্যাটারি ক্ষমতার কারণে এই বৈদ্যুতিন বাজাজ চেতক স্কুটারের দামও খানিক বাড়তে পারে।
চেতক ইভির প্রতিদ্বন্দ্বী
বাজারে ইতিমধ্যেই বহু বৈদ্যুতিন স্কুটার রয়েছে। বাজাজ তার চেতক বৈদ্যুতিন স্কুটার নিয়ে এলে এই স্কুটারকে বাজারে আগে থেকেই উপস্থিত টিভিএস আইকিউব, ওলা এস ওয়ান প্লাস, অ্যাথার রিজটা ইত্যাদি মডেলের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামতে হবে। ভারতের বাজারে স্কুটারের মধ্যে চেতক স্কুটারের বিপুল চাহিদা রয়েছে। তবে এখনও সংস্থার পক্ষ থেকে এই বৈদ্যুতিন স্কুটারের রেঞ্জ এবং দাম সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hyundai Car Offer: এই গাড়িগুলিতে দুর্দান্ত অফার দিচ্ছে হুন্ডাই, ১ জানুয়ারি থেকে দাম বাড়বে