7 Seater Car: নতুন বছরে সাত-সিটের বড় গাড়ি কিনতে চান, কোন কোন গাড়ি রয়েছে তালিকায়
Cars: বেশ কয়েকটি সাত সিটের গাড়ির সন্ধান দেওয়া হয়েছে। জেনে নিন দাম ও অন্যান্য খুঁটিনাটি তথ্য।
২০২৩ সালে ভারতে লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি সাত-সিটের গাড়ি। এর মধ্যে কয়েকটি গাড়ির দাম ২০ লক্ষ টাকার মধ্যেই হবে বলে শোনা গিয়েছে। নতুন বছরে যাঁদের নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে এবং সাত সিটের গাড়ি কিনবেন ভাবছেন তাঁদের জন্য রইল একটি তালিকা। এই তালিকায় বেশ কয়েকটি সাত সিটের গাড়ির সন্ধান দেওয়া হয়েছে। জেনে নিন দাম ও অন্যান্য খুঁটিনাটি তথ্য।
মারুতি সুজুকি এরটিগা- ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সাত সিটের গাড়ির মধ্যে শীর্ষে রয়েছে মারুতি সুজুকি এরটিগা। এই গাড়ির দাম ৮.৩৫ লক্ষ টাকা থেকে ১২.৭৯ লক্ষ টাকার মধ্যে (এক্স শোরুম)। ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে। এই ইঞ্জিনের সাহায্যে ১০৩ পিএস এবং ১৩৭ এনএম শক্তি উৎপন্ন হয়।
এমজি হেক্টর প্লাস- এই গাড়িতে রয়েছে তিনটি সারি। সাত কিংবা ছয়- দু'ধরনের সিটের সংখ্যাতেই এই গাড়ি পাওয়া যাবে। মাঝের সারিতে থাকতে পারে ক্যাপ্টেন চেয়ার। এমজি হেক্টর প্লাস গাড়ির দাম শুরু হচ্ছে ১৪.৯৪ (এক্স শোরুম) লক্ষ টাকা থেকে।
টয়োটা ইনোভা হাইক্রস- সম্প্রতিই ভারতে লঞ্চ হয়েছে টয়োটা ইনোভা হাইক্রস গাড়ি। এটি একটি সাত সিটের গাড়ি, যার দাম শুরু হচ্ছে ১৮.৩০ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। এই গাড়ি তখনই ২০ লক্ষ টাকার কমে কেনা যাবে যখন এই গাড়ি ২.০ লিটারের NA পেট্রোল ইঞ্জিন এবং হাইব্রিড টেকনোলজি ছাড়া কেনা হবে। আর যদি ক্রেতা নিজের বাজেট কিছুটা বৃদ্ধি করতে পারেন তাহলে টয়োটা ইনোভা হাইক্রস গাড়ি কেনা যাবে ২৪ লক্ষ টাকায়। সেক্ষেত্রে এই গাড়িতে থাকবে হাইব্রিড টেকনোলজি। শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় লাগবে মাত্র ৯.৫ সেকেন্ড। এক লিটার জ্বালানিতে সফর করা যাবে ২১.১ কিলোমিটার।
কিয়া কারেনস- কিয়া কোম্পানির মডেল কিয়া কারেনস একটি সাত সিটের গাড়ি। একাধিক ইঞ্জিনের অপশন রয়েছে এই গাড়িতে। ১.৫ লিটারের NA পেট্রোল, ১.৫ লিটারের ডিজেল এবং ১.৪ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে কিয়া কারেনস গাড়িতে। এই গাড়ির দাম শুরু হচ্ছে ১০ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)। কিয়া কারেনস গাড়িতে যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে ৬টি এয়ারব্যাগ। এছাড়াও রয়েছে রেয়ার পার্কিং সেনসর।
টাটা সাফারি- ভারতে সাত সিটের গাড়ি হিসেবে জনপ্রিয় টাটা সাফারি। এই গাড়ি কেনা যাবে ২০ লক্ষ টাকার কমে। ভয় সিটেও এই গাড়ি পাওয়া যাবে। সেখানে থাকবে ক্যাপ্টেন চেয়ার। মাঝামাঝি সাইজের এই এসইউভির দাম শুরু হচ্ছে ১৫.৪৫ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)।
মহিন্দ্রা স্করপিও এন- গত বছর লঞ্চ হওয়ার পর থেকেই এই গাড়ির চাহিদা ছিল তুঙ্গে। সাত সিটের পাশাপাশি ভয় সিটেও পাওয়া যাবে মহিন্দ্রা স্করপিও এন। এই এসইউভির দাম শুরু হচ্ছে ১১.৯৯ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)।