Chok Bhanga Chota | ভোট মুখী পশ্চিমবঙ্গ ফর্ম ৭ জমা দেওয়া ঘিরে দিকে দিকে বিক্ষোভ
ABP Ananda LIVE : সংঘাত থেকে সংঘর্ষ, ভোট মুখী পশ্চিমবঙ্গ ফর্ম ৭ জমা দেওয়া ঘিরে দিকে দিকে যে ছবি দেখা গেল তা নিঃসন্দেহে উদ্বেগজনক। ফের উঠল পুলিশের ভূমিকায় প্রশ্ন। আবার অন্যদিকে পুলিশ ঠিক কতটা সক্রিয় এই প্রশ্ন তুলে দিল শহরের বুকে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ড
আরও খবর....
ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকে জেলায় জেলায় তুলকালাম। যার রেশ গড়াল সোমবার রাত অবধি। আসানসোল, দুর্গাপুর ও চুঁচুড়ায় দফায় দফায় চলল বিজেপির বিক্ষোভ। সন্ধেয় আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে পথ অবরোধ করল বিজেপি।
নিপা ভাইরাসের উৎস জানতে করা সমীক্ষায়, বাদুড়ের নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলল। অর্থাৎ ওই বাদুড়টির শরীরে আগে কোনও সময় নিপা ভাইরাসের অস্তিত্ব ছিল। কেন্দ্রীয় বনমন্ত্রক, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রতিনিধিরা মিলে এই সমীক্ষা করেন। অন্য়দিকে, মেল নার্সের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তরুণী নার্স এখনও ভেন্টিলেশনে।
All Shows






























