Best Mileage Cars: এই তিনটি সস্তা পেট্রল গাড়ি দেয় অসাধারণ মাইলেজ, এগুলি আছে তালিকায়
Fuel Efficient Cars: জ্বালানির দাম বৃদ্ধির পর থেকেই বেশি মাইলেজের গাড়ির দিকে ঝুঁকছে দেশবাসী। স্বাভাবিকভাবেই দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখেই মাইলেজ কার তৈরির দিকে ছুটছে গাড়ি কোম্পানিগুলি।
Fuel Efficient Cars: জ্বালানির দাম বৃদ্ধির পর থেকেই বেশি মাইলেজের গাড়ির দিকে ঝুঁকছে দেশবাসী। স্বাভাবিকভাবেই দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখেই মাইলেজ কার তৈরির দিকে ছুটছে গাড়ি কোম্পানিগুলি।আপনিও যদি আরও বেশি মাইলেজের পেট্রল গাড়ির খোঁজে থাকেন, তবে দেখতে পারেন এই মডেলগুলি।
Best Mileage Cars: টাটা অলট্রোজ
টাটা মোটরসের এই প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়িটি আরও মাইলেজ দেওয়ার পাশাপাশি শক্তি ও সুরক্ষার দিক থেকে শীর্ষে রয়েছে৷ এটি Tata-র কম দামের এমন একটি গাড়ি, যা 26 kmpl পর্যন্ত মাইলেজ দেয়। এটি দেশের সবচেয়ে নিরাপদ গাড়ির তালিকায়ও রয়েছে। এই গাড়ির এক্স-শোরুম দাম 6.29 লক্ষ টাকা থেকে শুরু।
মারুতি সুজুকি সেলেরিও
মারুতির এই হ্যাচব্যাক গাড়িটি সেলেরিও পেট্রল ও সিএনজির মতো দুই ধরনের বিকল্পে পাওয়া যায়। এই গাড়িটি এর উচ্চ মাইলেজের জন্য পরিচিত। টাটার এই মডেল পেট্রলে 26.68 kmpl পর্যন্ত মাইলেজ দেয়। এই গাড়িতে ম্যানুয়াল ও AMT বিকল্পগুলি পাওয়া যায়। এই গাড়ির এক্স-শোরুম দাম 5.23 লক্ষ টাকা থেকে শুরু হয়৷
Hyundai Grand i10 Nios
Hyundai এর Grand i10 Nios হ্যাচব্যাক গাড়ি ডিজেল-পেট্রল ও CNG এর বিকল্পে পাওয়া যায়। এর পেট্রল সংস্করণ খুবই কম দামে পাওয়া যায় । এই মডেলটি দেশে খুবই জনপ্রিয়। এই গাড়িটি বেশি মাইলেজ দেওয়ার জন্য পরিচিত। এর পেট্রল সংস্করণ 26.2 kmpl পর্যন্ত মাইলেজ দিতে পারে। এই গাড়ির প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য 5.43 লক্ষ টাকা।
অতীতে কেবল গাড়ির মাইলেজের দিকে ঝুঁকত দেশবাসী। এখন মাইলেজের সঙ্গে সুরক্ষাকেও অগ্রাধিকার দিচ্ছেন ক্রেতারা। তবে পেট্রলের দাম ১০০ ছাড়াতেই এখন মাইলেজ কার খুঁজছে বেশিরভাগ ক্রেতা। মূলত, যারা নিত্যদিন গাড়িতে যাতায়াত করেন, তাদের কাছে মাইলেজ একটা বড় বিষয়। তবে এখন অনেক কোম্পানি হাইব্রিড অপশন নিয়ে আসায় এমনিতেই বেশি পাওয়া যাচ্ছে গাড়ি থেকে। সেখানে পেট্র্লের সঙ্গে থাকছে ইলেকট্রিক মোটরের অপশন।
আরও পড়ুন : Off Roading Bikes: এগুলি হল ভারতের সেরা ৫টি অফরোডার বাইক, জেনে নিন দাম কত