এক্সপ্লোর
Advertisement
BYD Atto 3 : কেমন দেখতে BYD Ato 3 EV,জেনে নিন দাম ও বৈশিষ্ট্য
BYD Atto 3 : বিশ্ববাজারে ইভির ক্ষেত্রে এক নামে এই গাড়িকে চেনে অটোপ্রেমীরা। ইভির ক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ড এই বিওয়াইডি।
BYD Atto 3 : বিশ্ববাজারে ইভির ক্ষেত্রে এক নামে এই গাড়িকে চেনে অটোপ্রেমীরা। ইভির ক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ড এই বিওয়াইডি। সম্প্রতি কোম্পানি ভারতে তার Atto 3 SUV লঞ্চ করেছে৷ এটি দেশে প্রথম BYD পণ্য নয়। কোম্পানিটি বেশ কিছুদিন ধরে তার e6 MPV বিক্রি করছে। Atto 3 হল একটি প্রিমিয়াম SUV যা বাজারে MG ZS EV-এর ওপরে ও Volvo XC40 রিচার্জের নিচের শ্রেণিতে পাওয়া যায়।
BYD Atto 3 : দেখতে কেমন এই ইভি ?
এটি প্রকৃতপক্ষে একটি প্রিমিয়াম এসইউভি যা দেখলেই আপনি বুঝতে পারবেন। এটি মসৃণ হেডল্যাম্পের সঙ্গে বেশ আক্রমণাত্মক দেখায়। এর বাম্পারে রয়েছে একটি শার্প কাট ডিজাইন। স্কিড প্লেট ও ক্ল্যাডিংয়ের মতো অন্যান্য উপাদানও দেওয়া হয়েছে এই গাড়িতে। পিছনে কানেক্টিং টেইল-ল্যাম্প দেওয়া হয়েছে, সেইসঙ্গে বড় 18-ইঞ্চি চাকাও দেওয়া হয়েছে এতে। BYD Atto 3 চারটি রঙের অপশনে পাওয়া যায়। বোল্ডার গ্রে, পার্কুর রেড, স্কি হোয়াইট ও সার্ফ ব্লুতে পাবেন এই গাড়ি।
BYD Atto 3 Review: এই গাড়ি ভিতরে কেমন দেখতে ?
যদিও এর অভ্যন্তরটি বেশ আলাদা কারণ BYD এতে নতুনত্ব আনার চেষ্টা করেছে। এর ডিজাইন ও গুণগত মান অসাধারণ। এটি ফাঙ্কি এয়ারকন ভেন্ট সহ E6 এর মতো একটি বড় স্ক্রিন পায় 12.8-ইঞ্চি স্ক্রিন রয়েছে এতে।
BYD Atto 3: অনেক বৈশিষ্ট্য আছে এতে
বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, এতে রয়েছে 7টি এয়ারব্যাগ, একটি প্যানোরামিক সানরুফ, ANFC কার্ড কি, লোড করার জন্য একটি যান (VTOL) মোবাইল পাওয়ার স্টেশন, ওয়্যারলেস চার্জিং, ওয়ান টাচ ইলেকট্রিক কন্ট্রোল টেলগেট, 8-স্পিকার অডিও সিস্টেম, বৈদ্যুতিক আসন, ভয়েস নিয়ন্ত্রণ। , LED হেডল্যাম্প, LED রেয়ার লাইট, মাল্টি-কালার গ্রেডিয়েন্ট অ্যাম্বিয়েন্ট লাইটিং, PM 2.5 এয়ার ফিল্টার, CN 95 এয়ার ফিল্টার সহ ADAS সিস্টেমও পাওয়া যাবে এই গাড়িতে।
আপনি কত রেঞ্জ পাবেন গাড়িতে ?
Atto 3-এর প্রধান আকর্ষণ হল এর রেঞ্জ, যা ARAI-র হিসেবে 521km প্রতি চার্জে পারফরম্যান্স দিতে পারে। অনেক বেশি দামি EV-র থেকেও এতে বেশি বৈশিষ্ট্য় রয়েছে। এতে পাবেন ব্লেড ব্যাটারি প্রযুক্তি সহ একটি 60.48kWh ব্যাটারি প্যাক । এই গাড়িটি মাত্র 7.3 সেকেন্ডে 0-100km/h গতিবেগ ধরতে পারে। গ্রাহকরা একটি হোম চার্জার ও এটিতে একটি পোর্টেবল চার্জিং বক্স পাবেন। এই গাড়ি ডিসি ফাস্ট চার্জার সাপোর্ট করে।
BYD Atto 3 Review: কেবিন অনেক বড়
গাড়ির ভিতরের জায়গা লেগরুমের দিক থেকে বেশ ভাল। এর হেডরুম সানরুফের কারণে কিছুটা কম। বুট স্পেস বিশাল ও কেবিন স্টোরেজেও অনেক জায়গা আছে।
BYD Atto 3: দাম ও ওয়ারেন্টি
Atto3-র ব্যাটারিতে 8 বছর বা 1.6 লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি, মোটর ও মোটর কন্ট্রোলারের জন্য 8 বছর বা 1.5 লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি রয়েছে। কার মিটগুলিতে 6 বছর বা 1.5 লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি পাবেন আপনি। 33.9 লক্ষ টাকা মূল্যের Atto 3-এর কোনও সরাসরি প্রতিদ্বন্দ্বী নেই। কারণ এটি ZS EV-এর থেকে বেশি রেঞ্জ অফার করে। এই গাড়ি আরও বড় ও আরও বেশি বৈশিষ্ট্য সহ পাওয়া যায়৷ বর্তমানে এটি দেশের বড় বড় বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে । এই গাড়ি ইতিমধ্যেই 1500 জন বুকিং করেছেন৷
অটো (Auto) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement