Electric Vehicle Charger: মাত্র ৩ ঘণ্টায় ইলেকট্রিক গাড়িতে চার্জ হবে প্রায় ৯০ শতাংশ, দেশেই তৈরি হল শক্তিশালী চার্জার
EV Battery Charger: ইলেকট্রিক ভেহিকেলের জন্য নির্মিত ওয়্যারলেস চার্জারে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে কিছু অ্যাডভান্স সেফটি ফিচারও রয়েছে।

Electric Vehicle Charger: ইলেকট্রিক যানবাহনে মাত্র ৩ ঘণ্টায় চার্জ হবে প্রায় ৯০ শতাংশ, এমনই শক্তিশালী চার্জার তৈরি হয়েছে আমাদের দেশে। খুব তাড়াতাড়ি এই চার্জার বাজারে লঞ্চও হবে। সম্প্রতি ভারত সরকারের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology) জানিয়েছে, ১.৫ kW ওয়্যারলেস চার্জার তৈরি করা হয়েছে ইলেকট্রিক যানবাহনের (ইলেকট্রিক ভেহিকেল বা ইভি) জন্য। ন্যাশনাল মিশন অন পাওয়ার ইলেকট্রনিক্স টেকনোলজি (National Mission on Power Electronics Technology, NaMPET) - এই প্রকল্পের আওতায় দুর্দান্ত এই চার্জারটি তৈরি করেছে তিরুবনন্তপুরমের ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (Centre for Development of Advanced Computing, C-DAC) - এই সংস্থা। নাগপুরের বিশ্বেসরা ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি (Visvesvaraya National Institute of Technology, VNIT) - এর সঙ্গে একত্রিত হয়ে তিরুবনন্তপুরমের ওই সংস্থা এই শক্তিশালী চার্জার তৈরি করেছে বলে জানা গিয়েছে।
এই ওয়্যারলেস চার্জার ডিজাইন করা হয়েছে একটি সাধারণ ২৩০ ভোল্ট, ৫০ হার্টজ এসি সিঙ্গেল পেজ পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহারের জন্য। আর এই চার্জার দিয়ে একটি ৪.৮ kWh - এর অনবোর্ড ব্যাটারি, যেখানে ৪৮ ভোল্ট এবং 30A কারেন্টের ব্যবহার রয়েছে, সেটায় চার্জ দেওয়া সম্ভব। ইলেকট্রিক যানবাহনের পরিকাঠামোতেও 'মেক ইন ইন্ডিয়া' পদক্ষেপের দিকেই জোর দিচ্ছে ভারত সরকার। আর সেই নিরিখে এই নতুন ওয়্যারলেস চার্জারের নির্মাণ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই চার্জার সর্বোচ্চ ৮৯.৪ শতাংশ চার্জ দেওয়ার দক্ষতা পেয়েছে এখনও পর্যন্ত। এমনকি ১২.৫ সেন্টিমিটার পর্যন্ত কয়েল সরিয়ে নিলেও ওই পরিমাণ চার্জ দেওয়া সম্ভব হয়েছে।
ইলেকট্রিক ভেহিকেলের জন্য নির্মিত ওয়্যারলেস চার্জারে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে কিছু অ্যাডভান্স সেফটি ফিচারও রয়েছে। যেমন- শর্ট সার্কিট এবং ওপেন সার্কিটে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি সিলিকন কার্বাইড বেসড MOSFETs রয়েছে যা চালানো যাবে ৮৮ kHz- এ। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই চার্জার বাণিজ্যিক ব্যবহারের জন্য দায়িত্ব তুলে দেওয়া হয়েছে গ্লোবাল বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড সংস্থার হাতে। ভারতে ক্রমশ চাহিদা বাড়ছে ইলেকট্রিক যানবাহনের। বহু অটোমোবাইল সংস্থাই তাদের ইলেকট্রিক গাড়ি, দু'চাকার যান ভারতের বাজারে লঞ্চ করেছে। এই পরিস্থিতিতে দেশীয় সংস্থ নির্মিত শক্তিশালী চার্জার নিঃসন্দেহে সাধারণ মানুষের উপকারে লাগবে।
তথ্যসূত্র- আইএএনএস






















