Hero Electric Scooter: জুলাইতে ২টি নতুন বৈদ্যুতিন স্কুটার আনছে হিরো, লঞ্চের আগেই ফাঁস হল ফিচার্স ! দাম কত হবে ?
Hero Scooter: এর আগে ভিডা রেঞ্জের অধীনে ছিল প্রিমিয়াম স্কুটার যেমন ভি২ লাইট, ভি২ প্লাস এবং ভি২ প্রো। কিন্তু এই দুটি নতুন মডেল যে আসছে ভারতের বাজারে তা একইসঙ্গে সাশ্রয়ী এবং কম মূল্যের।

Hero Electric Scooter Launch: ভারতের বৈদ্যুতিন স্কুটারের বাজারে পা রাখতে চলেছে হিরো মোটোকর্প। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী জুলাই মাসেই ভারতের বাজারে দুটি নতুন বৈদ্যুতিন স্কুটার নিয়ে আসবে হিরো মোটোকর্প। মূলত হিরোর ভিডা ব্র্যান্ডের অধীনে ১ জুলাই ২০২৫ তারিখে এই সুটি নতুন বৈদ্যুতিন স্কুটার লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। সংস্থার ২০২৫ সালের আয়-রোজগার সম্পর্কে বিশদ ঘোষণার সময়েই এই তথ্য জানানো হয়। ভারতীয় মধ্যবিত্তদের সুবিধের জন্য সেই মত করে এই দুই স্কুটারের ডিজাইন করা হয়েছে।
ভিডা রেঞ্জে আসবে আরও নতুন দিশা
এর আগে ভিডা রেঞ্জের অধীনে ছিল প্রিমিয়াম স্কুটার যেমন ভি২ লাইট, ভি২ প্লাস এবং ভি২ প্রো। কিন্তু এই দুটি নতুন মডেল যে আসছে ভারতের বাজারে তা একইসঙ্গে সাশ্রয়ী এবং কম মূল্যের হবে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে বৈদ্যুতিন যানবাহনের চাহিদা ও উপলভ্যতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে হিরো মোটোকর্প। রিপোর্ট অনুসারে এই হিরোর বৈদ্যুতিন স্কুটারের দাম হতে চলেছে ৭০ হাজার টাকা।
নতুন প্রযুক্তি থাকবে এই বৈদ্যুতিন স্কুটারে
হিরো মোটোকর্প মূলত এসিপিডি মডেলে এই দুই স্কুটারের ডিজাইন করেছে অর্থাৎ যাকে বলা হয় অ্যাফর্ডেবল কস্ট প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট। এই প্ল্যাটফর্ম স্কুটারের দাম অনেক সাশ্রয়ী করবে এবং পেট্রোল স্কুটারের থেকে একে অনেক বেশি দক্ষ করে তুলবে।
অর্থাৎ এর মাধ্যমে গ্রাহকরা সহজেই খুব কম খরচে ভাল মানের বৈদ্যুতিন স্কুটার কিনতে পারবেন। বর্তমানে হিরো ভিডা মাসে ৭ হাজার ইউনিট স্কুটার তৈরি করতে পারে। তবে এই দুই নতুন মডেল বাজারে আসার পরে এই প্রোডাকশন ইউনিট সংখ্যা চলে যাবে ১৫ হাজারে। এর ফলে গ্রাহকদের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ডেলিভারি দিতে কোনও দেরি করবে না হিরো ভিডা।
ডিলারশিপ নেটওয়ার্কও বাড়বে
হিরো ভিডার বর্তমানে সারা ভারতে ১১৬টি শহরে মোট ২০৩টি টাচপয়েন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে ১৮০টি ডিলারশিপ। ছোট-বড় সমস্ত শহরে এই ডিলারশিপ নেটওয়ার্কে অনেক বাড়াতে চলেছে হিরো ভিডা। নতুন স্কুটার বাজারে আসার পরে গ্রাহকদের সেই মডেল কিনতে যাতে কোনও সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখছে হিরো।
২০২৫ সালে হিরো মোট ৪৮,৬৭৩টি বৈদ্যুতিন স্কুটার বিক্রি করেছিল। ২০২৪ সালের থেকে এই বিক্রির সংখ্যা বেড়েছে ১৭৫ শতাংশ। এর ফলে ক্রমেই ভারতের স্কুটারপ্রেমীদের কাছে হিরো ভিডা ব্র্যান্ড সুপরিচিত হয়ে উঠছে।






















