Honda Bikes: হোন্ডার এই বাইক এখন সবার নজরে, ৬৭ হাজারের এই মডেলে মিলছে ৭০ কিমি মাইলেজ
Honda Shine: বাইকটিতে আপডেটের সঙ্গে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর ও যানবাহনের দূরত্ব প্রদর্শনের মত অনেক নতুন ফিচার্স যুক্ত হয়েছে। হোন্ডার এই বাইকের দাম শুরু হচ্ছে ৮৩ হাজার টাকা থেকে।

Honda Shine: হোন্ডা শাইন বাইকটি ভারতের বাজারে এই কয়েকদিনে বিপুলভাবে জনপ্রিয় হয়ে গিয়েছে। বাজারের সেরা সাশ্রয়ী মূল্যের এই বাইক (Honda Shine) এখন সকলের নজরে। এর বিপুল জনপ্রিয়তার প্রমাণ হল এর সেলস রিপোর্ট। গত মাসে পরিসংখ্যান অনুসারে ভারতে ১.৬৯ লক্ষ গ্রাহক এই বাইক কিনেছেন। গত বছরের (Honda Bikes) তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বাইকের বিক্রি।
হোন্ডা শাইন ১২৫ মডেলের এক্স শোরুম দাম ৮৩ হাজার টাকা থেকে ৮৭ হাজার টাকার মধ্যে। একই সময়ের মধ্যে হোন্ডা শাইন ১০০-র দাম প্রায় ৬৭ হাজার টাকা। ২০২৫ সালের হোন্ডা শাইন মডেলে সম্পূর্ণ ডিজিটাল ড্যাশ ইনস্টল করা হয়েছে। এই বাইকটি বাজেট রাইডারদের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
বাইকটিতে এই ফিচার্সগুলি পাওয়া যাবে
বাইকটিতে আপডেটের সঙ্গে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর (Honda Bikes) ও যানবাহনের দূরত্ব প্রদর্শনের মত অনেক নতুন ফিচার্স যুক্ত হয়েছে। এই হোন্ডা বাইকে ড্যাশবোর্ডের কাছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট ইনস্টল করা হয়েছে যাতে বাইকে ভ্রমণের সময় মোবাইল ফোনটিও চার্জ দেওয়া যায়।
হোন্ডা শাইনের ইঞ্জিন ও মাইলেজ
হোন্ডা শাইনের ইঞ্জিনও আপডেট করা হয়েছে। এতে সর্বশেষ ওবিডি-২বি নিয়ম যুক্ত করা হয়েছে। কিন্তু ইঞ্জিন আপডেটের পরেও এটি আগের মতই শক্তি ও টর্ক দিয়ে থাকে। এই বাইকটিতে একটি ৪ স্ট্রোকের এসআই, বিএস ৬ ইঞ্জিন রয়েছে যাতে ৭৫০০ আরপিএমের ৭.৯ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয়। আর ৬০০০ আরপিএমে ১১ এনএম টর্ক উৎপন্ন হয়।
হোন্ডা শাইন ১২৫-এর এআরএআই (Honda Bikes) সার্টিফায়েড মাইলেজ প্রতি লিটারে ৫৫ কিমি। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে ১০.৫ লিটার। তাই ট্যাঙ্কটি একবার পূর্ণ হয়ে গেলে। বাইকটি সহজেই প্রায় ৫৭৫ কিমি চালানো যাবে। অন্যদিকে হোন্ডা শাইন ১০০-তে রয়েছে একটি ১০ লিটারের জ্বালানি ট্যাঙ্ক যা পূর্ণ হলে সহজেই ৭০০ কিমি রাস্তা যাওয়া যাবে। তবে এই মাইলেজ নির্ভর করে রাইডিং কন্ডিশন, ট্রাফিক এবং রক্ষণাবেক্ষণের উপরে।
২০২৫ সালে ভারতের বাজারে এসেছে হোন্ডা ডিও ১২৫ স্কুটারটি। আর হোন্ডা ডিওর এই মডেলটি আগের থেকে আপডেটেড ভার্সন বলা চলে। নতুন রূপে নয়া অবতারে বাজারে এসেছে হোন্ডা ডিও ১২৫। হোন্ডা ডিওর এই নতুন অবতারে ডিজাইনের কোনও বদল কিন্তু হয়নি।






















