(Source: Poll of Polls)
Honda Motors: ১.৫ লাখ টাকা সস্তায় মিলবে হোন্ডার এই মডেল, কতদিন পর্যন্ত চলবে অফার ?
Honda Toyota Car: হোন্ডার গাড়ি এই মাসে কিনতে গেলে আপনার ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বাঁচতে পারে। বেশ কিছু মডেলে মিলছে আকর্ষণীয় ছাড়। কোন মডেল কত সস্তায় মিলছে দেখে নিন।
Honda Cars Discount: গোটা মে মাস জুড়ে বিপুল ছাড় মিলবে হোন্ডার বেশ কিছু মডেলে। সস্তায় মিলবে সেইসব গাড়ি। আর হোন্ডার গাড়ি এই মাসে কিনতে গেলে আপনার ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বাঁচতে পারে। তবে সব গাড়িতে পাওয়া যাচ্ছে না এই ছাড়। কোন গাড়িতে (Honda Cars Discount) মিলছে ছাড় দেখে নিন।
হোন্ডা সিটির মডেলে ছাড়
১৯৯৮ সাল থেকেই ভারতের বাজারে আছে হোন্ডা সিটি, ভারতের একটি অন্যতম জনপ্রিয় সেডান। এই মে মাসে হোন্ডা সিটির টপ স্পেক মডেল ZX ভ্যারিয়্যান্ট ৮৮ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। আর সবথেকে কম দামের ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে ৭৮০০০ টাকার ছাড়। গত বছর এই সংস্থা সিটির একটা ফেসলিফটেড ভার্সন বাজারে এনেছিল। আর সেই মডেলটি এখন কিনতে গেলে মিলবে ১.১৫ লক্ষ টাকার ছাড়।
হোন্ডা সিটি হাইব্রিডে ছাড়
এই সেগমেন্টের একমাত্র সেডান এই হোন্ডা সিটি হাইব্রিড পাওয়ারট্রেনের বিকল্প হতে চলেছে। এর দাম ২২.৬২ লাখ থেকে ২৪.৬৪ লাখ পর্যন্ত। এটি যদিও গাড়ির এক্স শো-রুম দাম বলা হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য হোন্ডার এই মডেলে মিলছে ৬৫ হাজার টাকার ছাড়।
ছাড় মিলছে Honda Amaze-এও
এই হোন্ডা অ্যামেজেও রয়েছে আকর্ষণীয় ছাড়। এর বেস ই-ভ্যারিয়্যান্টের জন্য মিলছে ৫৬ হাজার টাকা ছাড়। অন্যদিকে হোন্ডা অ্যামেজের S ও VX ভ্যারিয়ান্ট মে মাসে ৬৬ হাজার টাকা সস্তা পাওয়া যাচ্ছে। ২০২৩ সালে বাজারে আসা অ্যামেজের এলিট ভার্সনটিতে আবার পাওয়া যাচ্ছে ৯৬,০০০ টাকা ছাড়। এই বছরেই বাজারে আসতে চলেছে Honda Amaze-এর একটি নতুন আপডেট যাতে বেশ কিছু নতুন ফিচার্স থাকবে, সঙ্গে থাকবে আরও নিরাপত্তা।
Honda Elevate মডেল কত সস্তায় মিলছে ?
হোন্ডা এলিভেট এই সংস্থার এমন একটি এসইউভি যাতে ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন সহ বাজারে এসেছে। হোন্ডার এই মডেলের ZX ভ্যারিয়্যান্টে ২৫,০০০ টাকা এবং V ভ্যারিয়ান্টে ৫৫ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে শুধুমাত্র মে মাসের জন্য। এর অন্য ভ্যারিয়্যান্টগুলিতে ৪৫ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।