Hyundai Car Offer: হুন্ডাইয়ের এই দুরন্ত গাড়িতে ৪ লক্ষ টাকার ছাড় ! অনেক সস্তায় পাবেন সাধের ইভি
Hyundai EV Discount: হুন্ডাই তাদের আয়োনিক ৫ মডেলে ৪ লক্ষ টাকার নগদ ছাড় দিচ্ছে। অর্থাৎ আপনি এই গাড়ি শোরুমে গিয়ে কিনলে এর দাম ৪ লক্ষ টাকা পর্যন্ত কমে যাবে।

Hyundai EV: আপনি যদি একটি প্রিমিয়াম এসইউভি বৈদ্যুতিন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে হুন্ডাই আয়োনিক ৫ আপনার জন্য এই সময়ে সেরা বিকল্প হতে পারে। ২০২৫ সালের মে মাসে হুন্ডাই মোটর ইন্ডিয়া আয়োনিক ৫-এর দামে ৪ লক্ষ টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এটি আদপে নগদ ছাড়। আর এই অফারের ফলে গাড়িটি যে কেবল সাশ্রয়ী দামেই পাওয়া যাবে তাই নয়, এর চার্জিংয়ের খরচও বছরের পর বছর আপনার পকেটে চাপ দেবে না।
৪ লক্ষ টাকা নগদ ছাড়
হুন্ডাই তাদের আয়োনিক ৫ মডেলে ৪ লক্ষ টাকার নগদ ছাড় দিচ্ছে। অর্থাৎ আপনি এই গাড়ি শোরুমে গিয়ে কিনলে এর দাম ৪ লক্ষ টাকা পর্যন্ত কমে যাবে। এই অফারটি এতটাই আকর্ষণীয় যে এর মাধ্যমে আপনি ভবিষ্যতের চার্জিংয়ের খরচও তুলে নিতে পারবেন সহজেই। এই সময় ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ছে। হুন্ডাই আয়োনিক ৫ গাড়িটি এর স্টাইল, প্রযুক্তি এবং পরিসরের ভিত্তিতে বাজারে ভাল অবস্থান তৈরি করেছে।
হুন্ডাই আয়োনিক ৫-এর ফিচার্স
হুন্ডাই আয়োনিক ৫ আদপে একটি প্রিমিয়াম ইলেকট্রিক এসইউভি যার দাম এক্স শোরুম হিসেবে রয়েছে ৪৬ লক্ষ টাকা। এতে রয়েছে ৭২.৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক যাতে ২১৪.৫৬ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই গাড়িতে ৬৩১ কিমি পর্যন্ত রাস্তা যাওয়া যায়। চার্জিংয়ের ক্ষেত্রে এই গাড়িতে একটি ডিসি ফাস্ট চার্জার দিয়ে মাত্র ১৮ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ দেওয়া হয়ে যায়। যেখানে একটি এসি চার্জারে এই গাড়িটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৭ ঘণ্টা সময় লাগে।
বাইরের ও ভিতরের ডিজাইন
এই গাড়ির ফিউচারিস্টিক বাইরের ডিজাইন একে রাস্তায় চলা অন্য সমস্ত গাড়ির থেকে আলাদা করে তুলেছে। আর এর ইন্টিরিয়র ডিজাইনের ক্ষেত্রে প্রিমিয়াম আপহোলস্ট্রি, মাল্টিপল স্ক্রিন সেটআপ, এডিএস (অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম) ও অগমেন্টেড রিয়েলিটি হেড আপ ডিসপ্লের মত উন্নত ফিচার্স রয়েছে যা কিনা প্রযুক্তির দিক থেকে এই গাড়িতে অনেক আলাদা করে তোলে। হুন্ডাই খুব তাড়াতাড়ি ভারতের বাজারে আয়োনিক ৫-এর একটি ফেসলিফট সংস্করণও চালু করতে চলেছে। যেখানে আমরা আরও উন্নত মানের প্রযুক্তি ও পরিসরে উন্নতি দেখা যাবে। কিন্তু আপনি যদি বিদ্যমান মডেলে ৪ লক্ষ টাকার ছাড় পান, তাহলে এটাই আপনার জন্য অনেক ভাল বিকল্প হতে চলেছে। তবে বলে রাখা ভাল এই হুন্ডাই আয়োনিক ৫-এর ক্ষেত্রে এই ছাড় কেবলমাত্র এই মাসের জন্যই পাওয়া যাবে।






















