Jeep India: আর মাত্র কয়েকদিন, নতুন রূপে Wrangler আনবে জিপ ইন্ডিয়া- কী বদল হবে ?
Jeep India: ডিজাইনে কিছু বদল এলেও সবথেকে বেশি আকর্ষণের ব্যাপার হল ফিচার্সে বিরাট বদল এসেছে। কোথায় আলাদা হল জিপ র্যাংলার ২০২৪ ?
Jeep Car: পুরনো মডেল ফিরছে নতুনরূপে। ২০২৪ র্যাংলার মডেলটি এবার আসছে নয়া অবতারে। জিপ ইন্ডিয়া (Jeep India) আনতে চলেছে এই পুরনো মডেলটি। ভারতের বাজারে এই মডেলে কী কী নতুন বদল আসছে ? ডিজাইনে কিছু বদল এলেও সবথেকে বেশি আকর্ষণের ব্যাপার হল ফিচার্সে বিরাট বদল এসেছে। কোথায় আলাদা হল এই মডেলের (Jeep Wrangler 2024) নিউ লুক ?
স্টাইলিংয়ে কী বদল
স্টাইলিংয়ের কথা বলতে গেলে এতে থাকছে নতুন সেভেন স্লটের গ্রিল, কালো টেক্সচারের স্লট থাকছে এই জিপ ইন্ডিয়ার নতুন মডেলে। এছাড়া গ্রে মেটালিক বেজেল এবং বডি কালারের আশেপাশেও এসেছে নতুন কিছু সংযোজন। এর নতুন গ্রিল আগের থেকে অনেক বেশি স্লিম এবং নতুন ভার্টিকাল স্লটগুলি তুলনায় বেশি শীতলকারক হিসেবে রাখা হয়েছে গাড়ির (Jeep Wrangler 2024) মধ্যে। অন্যান্য গাড়ির ক্ষেত্রে একটা স্টেলথ অ্যান্টেনা থাকে সামনের উইন্ডশিল্ডে। সঙ্গে এসেছে নতুন অ্যালয় হুইল ডিজাইন।
কী কী ভ্যারিয়ান্ট
আন্তর্জাতিক বাজারে, এই নতুন র্যাংলার ১০টি আলাদা আলাদা রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে। তবে ভারতের বাজারে এই জিপ ইন্ডিয়া হয়ত সব ভ্যারিয়ান্ট আনবে না। ইন্টিরিয়রের কথা আলাদা করে বলার সেভাবে কিছু নেই, কিন্তু এতেও প্রযুক্তি আর লুকে (Jeep Wrangler 2024) দুরন্ত বদল এসেছে নতুন র্যাংলার মডেলে। ১২.৩ ইঞ্চির নতুন টাচস্ক্রিন মডেল এসেছে, এসেছে নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এর আগে টাচস্ক্রিন ছিল ছোট আকারের। কিন্তু এবার একইসঙ্গে জুড়ে গিয়েছে নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
ফিচার্সে কী চমক
টাচস্ক্রিনের নিচে নতুন কিছু ভেন্ট লাগান হয়েছে। এখনকার মডেলে যে গোল আকৃতির ভেন্ট রয়েছে, এই মডেলেও একইভাবে তা রাখা হয়েছে। গ্লোবাল মডেলটিতে র্যাংলারে এসেছে আরও কিছু নতুন ফিচার্স। যেমন এর মধ্যে আছে, ১২ ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস অ্যাপল কার-প্লে ও অ্যান্ড্রয়েড অটো। নিরাপত্তার প্রযুক্তির ক্ষেত্রেও আরও অনেক সংযোজন এসেছে। এর মধ্যে রয়েছে ড্রাউজি ড্রাইভার অ্যালার্ট, লেন ডিপার্চার ওয়ার্নিং, ট্রাফিক সাইন ইনফরমেশন ইত্যাদি।
ভারতে কোন মডেল লঞ্চ হবে
তবে এই সমস্ত ফিচার্সই (Jeep Wrangler 2024) রয়েছে র্যাংলার ২০২৪-এর গ্লোবাল মডেলে। ভারতে যে মডেলটি আসবে কিছুদিনের মধ্যে সেখানেও যে এত কিছু ফিচার্স থাকবে, তাতে নিশ্চয়তা কিছু নেই। তবে এর কিছু ফিচার্স যে নিঃসন্দেহে থাকবে তা ধরেই নেওয়া যায়।
এর ফেসলিফটেড মডেল ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনেই আসবে বাজারে। এছাড়া আসবে একটি 4xe PHEV version। এর এখন যা দাম, নতুন মডেলে দাম খানিক বাড়তে পারে বলেই আন্দাজ করা হচ্ছে।
আরও পড়ুন: Upcoming EV Cars: আরও তিন নতুন ইভি আনতে চলেছে মার্সিডিজ বেঞ্জ, দাম কত থাকছে ?