Lamborghini Fire Accident: মাঝরাস্তাতেই দাউদাউ করে জ্বলে উঠল ৯ কোটির ল্যাম্বরগিনি, সুরক্ষা নিয়ে প্রশ্ন; দেখুন ভিডিয়ো
Lamborghini Burns on Road in Mumbai: বড়দিনে গত ২৫ ডিসেম্বর বুধবার মুম্বইয়ের রাস্তায় এই ঘটনা ঘটে। আর এই গাড়ির ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন রেমন্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও গৌতম সিঙ্ঘানিয়া।
Viral Video: ভলভো গাড়ির একটি দুর্ঘটনার কথা কিছুদিন আগেই সাড়া ফেলেছিল দেশে। এবার আরও একটি দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এল। মুম্বইয়ের রাস্তায় ৯ কোটির একটি ল্যাম্বরগিনিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর এই ভিডিয়ো সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে (Lamborghini Fire Accident) যে সবথেকে দামি গাড়ি কিনলেও তাতে সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত হয় না কেন। এই দুরন্ত ফিচার্স সমৃদ্ধ গাড়িগুলিও মানুষকে সুরক্ষা নিশ্চিত করতে পারছে না কেন ? প্রশ্ন তুলছেন বহু মানুষ। এই গাড়িতে আগুন ধরে যাওয়ার ভিডিয়োটি তুলেছিলেন ব্যবসায়ী গৌতম সিঙ্ঘানিয়া (Car Accident) এবং তিনিই এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করেন।
ল্যাম্বরগিনিতে আগুন
বড়দিনে গত ২৫ ডিসেম্বর বুধবার মুম্বইয়ের রাস্তায় (Lamborghini Fire Accident) এই ঘটনা ঘটে। আর এই গাড়ির ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন রেমন্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও গৌতম সিঙ্ঘানিয়া। এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি গাড়ির মান ও সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি যে ভিডিয়োটি শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে ল্যাম্বরগিনি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। এক ব্যক্তি এই গাড়িতে আগুন নেভানোর চেষ্টা করতে আসেন। এই বিলাসবহুল গাড়িটির দাম ৮.৮৯ কোটি টাকা।
ভলভো সড়ক দুর্ঘটনা
কিছুদিন আগেই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি ভলভো গাড়ির উপর একটি কন্টেনার পড়ে গিয়ে গাড়িতে থাকা ৬ জনেরই মৃত্যু হয়। এটি ছিল ভলভো এক্সসি ৯০ যা বিশ্বের সবথেকে নিরাপদ গাড়ি হিসেবে বিবেচিত হয়। এই গাড়ির ক্র্যাশ টেস্টে অটোনির্মাতারা ইঁট দিয়ে কন্টেনারটি ফেলে দেওয়া দেখিয়েছিল, যাতে বলা হয়েছিল কন্টেনার পড়ে গেলেও গাড়িতে বসে থাকা কারো ক্ষতি হবে না। কিন্তু বেঙ্গালুরুতে ঘটে যাওয়া দুর্ঘটনায় গাড়ির ভিতরে থাকা সকলেই মারা যায়। ধারণা করা হয়েছিল, ব্যাটারি প্যাকের কোনও সমস্যার কারণেই তাতে আগুন ধরেছে। ওভারহিটিংয়ের কারণে অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রার কারণেও ব্যাটারিতে আগুন ধরে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Affordable Cars: ৪ লাখের মধ্যেই পাবেন এই ৫ গাড়ি, সস্তায় পাবেন দারুণ মাইলেজ