বাজারে এল Maruti Suzuki Alto K10, কেন কেনা উচিত আপনার ?
সম্প্রতি লঞ্চ হয়েছে মারুতি সুজুকির নতুন অল্টো কে১০ গাড়ি। দেশে এই গাড়ির দাম শুরু হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)। মোট চারটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই হ্যাচব্যাক।
ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা Maruti Suzuki নিয়ে এসেছে নতুন Alto K10। অগস্টেই এই গাড়ি বাজারে লঞ্চ করেছে কোম্পানি। ভারতের মতো বিশাল ব্যাপ্তির দেশে নতুন করে মারুতির এই মডেলের পরিচিতির প্রয়োজন নেই। সত্যিকারের 'পিওপলস কার' বলতে এক কথায় মাথায় আসে নতুন Alto K10-এর নাম। অতীতের গাড়ির গুণমানের সঙ্গে নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে এই গাড়িতে। তাই আক্ষরিক অর্থেই Maruti Suzuki-র এই মডেল একটি নতুন গাড়ি।
নতুন Alto K10-এ বাইরের পাশাপাশি গাড়ির ভিতরের নকশাতেও পরিবর্তন করা হয়েছে। আগের থেকে গাড়ির ভিতরে জায়গা বেড়েছে। সুরক্ষার সাথে এখন গাড়ি অনেক বেশি আরামদায়ক অনুভূতি দিচ্ছে। এ ছাড়াও গাড়িতে জুড়েছে নতুন 'কানেক্টিভিটি অপশন'। নতুন মডেল ৬টি ভ্য়ারিয়েন্ট ও ৬টি পছন্দের রঙে পাওয়া যাবে। এবার অটো ও ম্যানুয়াল গিয়ার শিফটে পাওয়া যাবে এই গাড়ি। Maruti Suzuki-র এই মডেলে রয়েছে উন্নত AGS ছাড়াও ১৫টি সুরক্ষা(2) বৈশিষ্ট্য ।
ইতিমধ্যেই Alto K10 S-CNG এসে গিয়েছে বাজারে। এই গাড়ি আনন্দদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা দেবে চালককে। Alto K10 VXi S-CNG-তে এবার কোম্পানির নিজস্ব সিএনজি কিট দেখতে পাবেন আপনি। এতে রয়েছে 'লিক প্রুফ' ডিজাইন, যা ক্রেতাকে সিএনজি মডেল কেনার ক্ষেত্রে আশ্বস্ত করবে। ক্রেতা সহজেই বুঝতে পারেন সিএনজি মডেল হলেও গাড়ির সুরক্ষায় কোনও ধরনের সমঝোতা করেনি মারুতি-সুজুকি। নতুন গাড়িতে নয়া প্রজন্মের কে-সিরিজ ১.০ লিটার ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন দিয়েছে কোম্পানি। এতে দারুণ কর্মক্ষমতার পাশাপাশি ড্রাইভিংয়ে আনন্দের অভিজ্ঞতা পাবেন চালক ছাড়াও যাত্রী। বলা যেতেই পারে, প্রত্যেকটা পরিবারের বৈচিত্রপূর্ণ চাহিদার একটাই সমাধান হতে পারে Maruti Suzuki Alto K10।
এই গাড়ির গুণাবলী
নতুন Maruti Suzuki Alto K10 হার্টেক্ট প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে সাত ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্মার্টফোন ন্যাভিগেশন,স্টিয়ারিং-মাউন্ট অডিও ও ভয়েজ কন্ট্রোল, ডিজিটাল স্পিডোমিটার ও চাবিহীন এন্ট্রি পাবেন। এ ছাড়াও ক্রেতারা চাইলে এর সঙ্গে 'ইমপ্য়াক্টো'ও 'গিন্টো'থিমের আসল অ্যাকসেসরিজ নিতে পারেন। এখন সুরক্ষার ক্ষেত্রে সেফটি ফিচারস (2) এবিডি ও ইবিএস , দুটি ফ্রন্ট এয়ার ব্য়াগ,রিভার্স পার্কিং সেন্সরস, প্রি টেনশনার ও ফোর্স লিমিটর ফ্রন্ট বেলটস, হাই স্পিড অ্য়ালার্টস ও স্পিড সেন্সিং অটো ডোর লকস পাওয়া যাচ্ছে গাড়িতে।
দেশের সেরা হ্য়াচব্যাক #IndiaKiChalPadi
Alto K10-এ পাবেন আধুনিক ডিজাইন, বড় বসার জায়গা, আরও ভাল কর্মক্ষমতা, সুরক্ষা ছাড়াও উন্নত কানেক্টিভিটি অপশন। ক্রেতারা এই গাড়িকে গর্ব ও আত্মবিশ্বাসের মিশেল বলতে পারেন। #IndiaKiChalPadi দিয়ে শুরু করা হয়েছে দেশের এই জনপ্রিয় গাড়ি। গত ২২ বছর ধরে ভারতীয় ক্রেতাদের চাহিদা পূরণ করে এসেছে Alto K10। এবার এর নতুন মডেল থেকে আরও বেশি কিছু আশা করতে পারেন ক্রেতারা। গত ১৬ বছর ধরে দেশের বাজারে অন্যতম বেশি বিক্রিত হ্য়াচব্যাক বলা যেতে পারে এই গাড়িকে।
যুব প্রজন্মের সমসাময়িক নকশা ও প্রাণবন্ত কেবিন জিজাইন রয়েছে গাড়িতে
এর উন্নত ডিজাইন,অত্যাধুনিক প্রযুক্তি, সেফটি ফিচারস (2)-এর নিরাপত্তা বৈশিষ্ট্য, প্রশস্ত কেবিন,অল-নিউ Alto K10 ব্র্যান্ডের ঐতিহ্য বহন করতে প্রস্তুত। Maruti Suzuki-র এই হ্য়াচব্যাকে পাবেন সেন্ট্রাল ড্যাশবোর্ড ডিজাইন,ফ্লোটিং অডিও ইউনিট ইন্সট্রুমেন্ট প্যানেল ছাড়াও বড় কেবিনের অভিজ্ঞতা। ড্যাশবোর্ড থেকে দরজা পর্যন্ত এর বাধাহীন নকশা গাড়িটিকে আরও উন্নত করে তুলেছে। গাড়ির ভিতরের ডিজাইনের ফলেই সামনের ও পিছনের বসার জায়গা অনেকটাই বেড়ে গিয়েছে। ধূসর কালারের সিটসের সঙ্গে বেজ রঙের স্পর্শ গাড়ির কেবিনকে আরও বড় করে তোলে। ছোট হ্যাচব্যাক হলেও গাড়ি ভিতর থেকে বড়, প্রাণবন্ত মনে হয়।
আসল হ্যাচব্যাক ডিজাইনের সঙ্গে আধুনিক বডি রয়েছে গাড়িতে
Alto K10-এ নতুন পেপি হেডল্যাম্প ও একটি রি-ডিজাইন ডায়নামিক হানিক্রোম গ্রিল দেওয়া হয়েছে। যার ফলে গাড়ি সামনের ফেসিয়া একটি আপ-টু-ডেট চেহারা পায়। এতে নতুন ট্রেন্ডি রেয়ার কম্বিনেশন ল্যাম্প রয়েছে। এর সঙ্গে পাওয়া যাচ্ছে বড় R13 কভার দেওয়া চাকা।
দারুণ ড্রাইভিং অভিজ্ঞতা,সঙ্গে ASG নতুন প্রজন্মের কে সিরিজ ইঞ্জিন
অল-নিউ Alto K10 একটি নেক্সট-জেনারেশন কে-সিরিজ ১.০ লিটার ডুয়াল জেট ইঞ্জিন দিয়ে সজ্জিত। এর ডুয়াল ভিভিটি ইঞ্জিন যথাক্রমে 49kW(66.62PS)@5500rpm ও 89Nm@3500rpm তৈরি করে। এতে পাবেন আধুনিক ১.০-লিটার কে-সিরিজ ইঞ্জিন, যা প্রাণবন্ত আনন্দদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা দিয়ে থাকে। অল-নিউ Alto K10-এর অত্যাধুনিক বৈশিষ্ট্য সহ একটি অসামান্য জ্বালানি দক্ষতা দেবে ক্রেতাকে। এই গাড়ি থেকে লিটারে 24.90 কিমি মাইলেজ (AGS)(1) মডেলে পাবেন আপনি। পাশাপাশি (NEDC)(MT)(1) মডেলে লিটারে 24.39 কিমি মাইলেজ দেবে এই গাড়ি। অন্যদিকে, S-CNG ভেরিয়েন্টে (VXi CNG) গাড়ি 33.85 কিমি (1) মাইলেজ দিতে সক্ষম।
স্মার্টপ্লে স্টুডিও
নতুন ও উন্নত Alto K10-এ একটি আরামদায়ক ও বিনোদনমূলক রাইড উপভোগ করতে পারবেন। এই গাড়ির ডিজাইন মালিকদের জীবনকে আরও সহজ ও উপভোগ্য করে তোলে। গাড়ির Apple CarPlay, Android Auto ও অন্যান্য স্মার্টপ্লে স্টুডিও অ্যাপ আপনাকে স্মার্টফোন ন্যাভিগেশনের সুবিধা দিয়ে থাকে। এই গাড়িতে আপনি ৭ ইঞ্চির ডিসপ্লে ছাড়াও স্মার্টপ্লে স্টুডিও ইনফোটেইনমেন্ট সিস্টেম দেখতে পাবেন। এবার স্টিয়ারিং হুইলেই পাবেন 'হ্যান্ডস ফ্রি' মিউজিকের অডিও কন্ট্রোল। কেবল ভয়েজের মাধ্য়মেও এই কাজ করতে পারেন আপনি। গাড়িতে ৪টি উন্নত মানের অডিও স্পিকার দিয়েছে কোম্পানি। যা গাড়ির ডোর প্যানেলেই দিয়েছে মারুতি। মনে রাখবেন, এই ধরনের গাড়ির বিভাগে এই বৈশিষ্ট্য প্রথমবার দেওয়া হল।
টেস্ট ড্রাইভের জন্য অনুগ্রহ করে যোগাযোগ করুন - 1800 102 1800 বা আমাদের ইমেল করুন contact@maruti.co.in -এ
(1) CMVR 1989 এর নিয়ম 115 অনুসারে পরীক্ষার পর এই জ্বালানি দক্ষতা পাওয়া গিয়েছে।
(2) এয়ার ব্যাগ সহ নিরাপত্তা বৈশিষ্ট্যগুলির কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে 'ওনার্স ম্যানুয়াল' দেখে নিন। ।
(3) জুলাই 2022 পর্যন্ত ক্রমবর্ধমান অল্টো বিক্রয়ের পরিসংখ্যান এখানে দেওয়া হয়েছে।