(Source: Poll of Polls)
Maruti Suzuki: ১১ হাজারেই বুকিং মারুতি সুইফটের এই মডেলের, কী চমক আছে ফিচার্সে ?
Maruti Suzuki Swift: ৪র্থ প্রজন্মের এই হ্যাচব্যাক মডেলটি বাজারে (Maruti Suzuki) আসবে ৯ মে। গাড়ি ক্রেতারা এরিনা ডিলারশিপ বা মারুতি সুজুকির এরিনা ওয়েবসাইটের মাধ্যমে এই গাড়িটি বুকিং করতে পারবেন।
Maruti Cars: ভারতের গাড়ি নির্মাতা সংস্থাগুলির মধ্যে অন্যতম মারুতি সুজুকি এবার বাজারে আনতে চলেছে এপিক নিউ সুইফটের মডেল (Maruti Suzuki Swift New Epic)। এবার এই ৪র্থ জেনারেশনের এই মডেলের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ১ মে থেকেই প্রি-বুকিং শুরু হয়েছে সংস্থার তরফে। মাত্র ১১ হাজার টাকা থেকেই বুকিং করতে পারবেন। ৪র্থ প্রজন্মের এই হ্যাচব্যাক মডেলটি বাজারে (Maruti Suzuki) আসবে ৯ মে। গাড়ি ক্রেতারা এরিনা ডিলারশিপের মাধ্যমে বা মারুতি সুজুকির এরিনা ওয়েবসাইটের মাধ্যমে এই গাড়িটি বুকিং করতে পারবেন।
সুইফট বিক্রি হয়েছে ২৯ লাখ
মারুতি সুজুকি ইন্ডিয়ার বিপণন ও বিক্রির সিনিয়র এক্সিকিউটিভ পার্থ ব্যানার্জী বলেছেন যে মারুতি সুজুকির কাছে এই নতুন এপিক সুইফট (Maruti Suzuki Swift New Epic) মডেলটি একটি আইকনিক ব্র্যান্ড হয়ে উঠেছে। মানুষের চাহিদার কথা ভেবে মাঝেমধ্যেই এই গাড়িতে ফিচার্সে বদল আনা হয়েছে। এমনকী আধিকারিক আরও জানিয়েছেন যে ইতিমধ্যেই ২৯ লাখ ইউনিট সুজুকির এই মডেল বিক্রি হয়ে গিয়েছে।
কী কী বদল দেখা যাবে নতুন সুইফটে
২০২৪ মারুতি সুজুকি সুইফট বাজারে আসবে বিভিন্ন রেঞ্জ ভ্যারিয়ান্টের সঙ্গে। এই গাড়িতে থাকবে কালার ভ্যারিয়ান্টও। ইভলিউশনারি স্টাইল বজায় রাখা হবে এই গাড়িতে। নতুন গ্রিল, নতুন বাম্পার, নতুন অ্যালয় হুইল থাকতে হবে এই গাড়িতে। একটি ভাসমান টাচস্ক্রিন থাকবে এই গাড়িতে, সঙ্গে থাকবে ইনফোটেইনমেন্ট সিস্টেম। সুইফটের (Maruti Suzuki Swift New Epic) এই আপডেটেড মডেলে থাকছে ১.২ লিটারের জেড সিরিজের পেট্রোল ইঞ্জিন। গাড়ির পাওয়ারট্রেনে ম্যানুয়াল এবং এএমটি গিয়ার বক্সের বিকল্প দেওয়া যেতে পারে। এমনকী আরও উন্নত ভ্যারিয়ান্টও আনতে পারে মারুতি।
মারুতি সুজুকির আধিকারিক কী জানালেন
আধিকারিক পার্থ ব্যানার্জী জানিয়েছেন যে, মারুতি সুজুকির নিউ এপিক সুইফট স্পোর্টি ডিএনএ সম্পন্ন, নতুন যুগের এক্সপেক্টেশন থাকছে, পরবর্তী প্রজন্মের সুইফট প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে নতুন বেঞ্চমার্ক তৈরি করতে এবং নিজের অধিকারে জয় অফ মোবিলিটি কনসেপ্টকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে মারুতি সুজুকি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।