Delhi Fuel Ban: জ্বালানি বন্ধের খবরে হইচই, ৮৪ লাখের মার্সিডিজ বিক্রি হল ২ লাখে ! সরকার নীতি স্থগিত করতেই মাথায় হাত
Mercedes Car: দিল্লির বাসিন্দা বরুণ ভিজ ২০১৫ সালে ৮৪ লক্ষ টাকার অন রোড দামে মার্সিডিজ বেঞ্জ এমএল৩৫০ মডেলের এসইউভি গাড়ি কিনেছিলেন। আর এই গাড়িই তিনি বিক্রি করেছেন ২ লাখ টাকায়।

Fuel Ban in Delhi: ১ জুলাই থেকেই পুরনো মেয়াদ উত্তীর্ণ গাড়িতে জ্বালানি বন্ধের নীতি চালু করেছিল দিল্লি সরকার। আর এই নীতি জারি হতেই বহু মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছিল। যদিও দিল্লির কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সংস্থার নির্দেশ অনুসারে প্রথম রাজ্যের সমস্ত পেট্রোল পাম্পে নির্দেশ দেওয়া হয়েছিল যে ১৫ বছর বা তাঁর বেশি পুরনো গাড়িতে পেট্রোল না দেওয়ার জন্য এবং ডিজেল গাড়ির ক্ষেত্রে এই মেয়াদ ছিল ১০ বছর। আর এই নীতির প্রত্যক্ষ প্রভাব পড়বে সেই সমস্ত বিলাসবহুল নিখুঁত অবস্থায় থাকা যানবাহনের উপরে যাদের নিবন্ধন (Delhi Fuel Ban) আর পুনর্নবীকরণ করা যাবে না আর এখন জ্বালানিও ভরানো যাবে না। ফলে মানুষ তাৎক্ষণিক উত্তেজনার বশে জলের দামে তাদের গাড়ি বিক্রি করে দিতে শুরু করে।
৮৪ লক্ষের মার্সিডিজ বিক্রি হল ২ লক্ষ টাকায়
দিল্লির বাসিন্দা বরুণ ভিজ ২০১৫ সালে ৮৪ লক্ষ টাকার অন রোড দামে মার্সিডিজ বেঞ্জ এমএল৩৫০ মডেলের এসইউভি গাড়ি কিনেছিলেন। এই গাড়িটি তাদের পরিবারের জন্য খুবই প্রয়োজনীয় ছিল কারণ তারা তাদের ছেলেকে প্রতি সপ্তাহেই হস্টেল থেকে আনতে যেতেন এবং পারিবারিক ভ্রমণে যাওয়ার জন্য এই গাড়িটি একেবারে আদর্শ ছিল। তবে সম্প্রতি দিল্লি সরকারের কার্যকর করা নতুন নিয়মের কারণে এই ব্যাপক বিলাসবহুল গাড়ি তিনি মাত্র আড়াই লক্ষ টাকায় বিক্রি করতে বাধ্য হন। বরুণ ভিজ জানান যে তিনি আশা করেছিলেন যে এই গাড়ির রেজিস্ট্রেশনের পুনর্নবীকরণ করানো যাবে, কিন্তু এখন আর তা সম্ভব নয়। এখন কেউ এত দামি গাড়ি কিনতেই চায় না, আর অনেক কষ্ট বুকে নিয়েই তাঁকে বাতিল জিনিসের দামে এই গাড়ি বিক্রি করতে হয়েছে।
বৈদ্যুতিন গাড়িতে স্থানান্তর
ভিজ জানান যে তাঁর এই মার্সিডিজ গাড়িটি এখনও পর্যন্ত ১.৩৫ লক্ষ কিমি রাস্তা ভ্রমণ করেছে, এর পরেও খুবই ভাল অবস্থায় ছিল গাড়িটি। নিয়মিত সেই গাড়িটি সার্ভিসিং করানো হত। টায়ারগুলিও একেবারে নতুনের মতই ছিল। কিন্তু দিল্লিতে নতুন জ্বালানির নিষেধাজ্ঞা নীতি আরোপ হওয়ায় গাড়িটি আদপে মূল্যহীন হয়ে পড়ে। বরুণ ভিজ নামের এই ব্যক্তি এখন ৬২ লক্ষ টাকা মূল্যের একটি নতুন বৈদ্যুতিন এসইউভি কিনেছেন। তিনি বলেন যে এই গাড়িটি তিনি কমপক্ষে ২০ বছর ব্যবহার করতে চান, যতক্ষণ না আবার কোনো নতুন সরকারি নীতি চালু হয়।
তবে দিল্লি সরকার পুরনো গাড়ির জন্য এই জ্বালানি বন্ধের নীতি চালু করার পরে নাগরিকদের তরফে রোষের মুখে পড়ে ফের এই নীতি স্থগিত করেছে। কিন্তু এরই মধ্যে এই নীতির কারণে অনেকেই তাদের পুরনো বহুমূল্য গাড়ি বিক্রি করে ফেলেছেন। আরেক ব্যক্তি সূত্র অনুসারে জানা গিয়েছে যে ৬৫ লক্ষ টাকা দামের জাগুয়ার বিক্রি করে দিয়েছেন মাত্র ৮ লক্ষ টাকায়।























