Porsche Cars: পোর্শের নতুন হাইব্রিড মডেল এল বাজারে, দাম শুনলে চমকে যাবেন
Porsche Cars: নতুন পোর্শে ৯১১ মডেলের দাম শুরু হচ্ছে ১৯,৮৯৯ টাকা থেকে এবং অন্যদিকে 911 Carrera 4 GTS মডেলের দাম শুরু হচ্ছে ২৭ লাখ ৫৪ হাজার ২ হাজার থেকে। এই বছরের শেষ দিক থেকে গাড়ির ডেলিভারি হবে।
সোমনাথ চট্টোপাধ্যায়: পোর্শের একের পর এক মডেল আসছে বাজারে। বেশিরভাগ ক্ষেত্রেই লাক্সারি ক্যাটাগরিতে গাড়ি নির্মাণ করে পোর্শে। এবার ভারতের বাজারে পোর্শে ইন্ডিয়া নিয়ে এল নতুন ৯১১ পারফরম্যান্স হাইব্রিড মডেল। এই নতুন পারফরম্যান্স হাইব্রিড পাওয়ারট্রেনের দাম ঘোষণা করা হয়েছে পোর্শে ইন্ডিয়ার (Porsche India Cars) পক্ষ থেকে। নতুন পোর্শে ৯১১ মডেলের দাম শুরু হচ্ছে ১৯,৮৯৯ টাকা থেকে এবং অন্যদিকে 911 Carrera 4 GTS মডেলের দাম শুরু হচ্ছে ২৭ লাখ ৫৪ হাজার ২ হাজার থেকে। তবে এখন যারা এই গাড়ি বুক করবেন, তারা এই বছরের শেষ দিক থেকে গাড়ির (Porsche 911) ডেলিভারি পাবেন।
এই হাইব্রিড পাওয়ারট্রেন মডেলটি (Porsche India Cars) জিটিএসের সঙ্গে পাওয়া যাবে যা কিনা আরও বেশি পারফরম্যান্স-ভিত্তিক। তবে অন্যদিকে Carrera-র মডেল বাজারে এসেছে অনেক বেশি শক্তিশালী ৩ লিটারের টুইন টার্বো বক্সার ইঞ্জিনের সঙ্গে। অন্যান্য বদলের মধ্যে রয়েছে এয়ারোডায়নামিক্স, নতুন ইন্টিরিয়র, এবং এর সঙ্গেই জুড়ে গিয়েছে শক্তিশালী কানেক্টিভিটির সুবিধাও।
জিটিএস মডেলের (Porsche India Cars) যে হাইব্রিড অপশন মূলত মোটর রেসিং-এর থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। এখানে একটি নতুন বৈদ্যুতিন টার্বো চার্জার থাকছে, ১৫ পিএস ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিন মোটর রয়েছে এই মডেলে। এর ৩.৬ লিটার বক্সার ইঞ্জিনটিও এর বেশ নতুন, ৫৭ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন। এতে ৫৭০ এনএম টর্ক উৎপন্ন হয়, টোটাল আউটপুট দাঁড়ায় ৩৯৮ কিলোওয়াট। অর্থাৎ বোঝাই যাচ্ছে এর গাড়ির ওজন ৫১ কেজি বাড়ার সঙ্গে সঙ্গে ৬১ পিএস ক্ষমতাও বেড়ে গিয়েছে ইঞ্জিনের। গিয়ারবক্সটি অফারে ৮ স্পিডের পিডিকে নিয়ে আসছে মডেলে।
আগেও বলা হয়েছে যে, ৯১১ ক্যারিরা (Porsche India Cars) মডেলে থাকছে টুইন টার্বো ৩.০ লিটার বক্সার ইঞ্জিন যা ২৯০ কিলোওয়াট শক্তি উৎপাদন করতে পারে, এমনকী এর সঙ্গে ৪৫০ এনএমের টর্ক উৎপন্ন হয়। সাসপেনশনটিও এর একেবারে নতুন। রিয়ার এক্সেল স্টিয়ারিং থাকছে এতে, আর জিটিএসের মডেলটিতে থাকছে স্পোর্টস সাসপেনশন। নতুন ৯১১ পোর্শে গাড়িতে নির্দিষ্ট ডিজাইনের বাম্পার, পাঁচটা ভার্টিকালি অ্যাক্টিভ কুলিং এয়ার ফ্ল্যাপ, স্পোর্টস এক্সহস্ট থাকছে এই গাড়িতে।
এছাড়াও পোর্শে ৯১১-তে HD Matrix LED আলো থাকছে বিশেষ ফিচার্স হিসেবে। একটা আস্ত ডিজিটাল ডিসপ্লে হিসেবে স্টিয়ারিং হুইলটিও অনুরূপে মডেল করা হয়েছে। তবে নতুন ৯১১ মডেলের ক্ষেত্রে সবথেকে বড় ফিচার্স হল হাইব্রিড পাওয়ারট্রেন।
আরও পড়ুন: SUV Cars: ২১ লাখের বিলাসবহুল SUV ! ঝাঁ চকচকে নতুন মডেল আনল এমজি হেক্টর