Royal Enfield: রয়্যাল এনফিল্ডের দুর্ধর্ষ এই বাইক আসছে বাজারে, মাত্র ২৫ জনই পাবেন কেনার সুযোগ; কী চমক থাকছে ?
Royal Enfield Shotgun 650 Icon Edition: শটগান ৬৫০ বাইকের এই আইকন সংস্করণে কোনো যন্ত্রাংশের বদল করা হয়নি। এই বাইকের ইঞ্জিন শটগান ৬৫০-এর স্ট্যান্ডার্ড মডেলের মতই।

Royal Enfield Shotgun 650: ভারতের বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের নতুন একটি দুর্ধর্ষ বাইকের মডেল। তবে এটি সকলে চাইলেই কিনতে (Royal Enfield Bikes) পারবেন না। মাত্র ২৫ জনই পাবেন এই বাইক কেনার সুযোগ। আইকন মোটর স্পোর্টসের সহযোগিতায় বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের শটগান ৬৫০-এর (Royal Enfield Shotgun 650) আইকন সংস্করণ। সারা বিশ্বের জন্য এই বাইকের মাত্র ১০০টি ইউনিট আনা হচ্ছে। আর এর মধ্যে ভারতে পাওয়া যাবে মাত্র ২৫ ইউনিট মডেল। কত দাম ? কী ফিচার্স এই দুরন্ত বাইকের ?
কী চমক Royal Enfield Shotgun 650 বাইকে ?
রয়্যাল এনফিল্ডের এই সীমিত সংস্করণের বাইকটি তিন টোনের কালার কম্বিনেশনের সঙ্গে বাজারে এসেছে যা আইকন মোটরস্পোর্টস দ্বারা কাস্টমাইজ করা হয়েছে। EICMA 2024 এবং Motoverse 2024-এও এই বাইকের প্রদর্শনী করা হয়েছিল। সমস্ত অংশগুলিকে হাইলাইট করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই মডেলটি। নীল শক অ্যাবসর্বার, একটি লাল সিট, গোল্ডেন হুইল, বার এন্ড মিরর লাগানো হয়েছে। শটগান ৬৫০-এর এই সমস্ত মডেলের সঙ্গে বাইকের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি জ্যাকেটও দেওয়া হবে রয়্যাল এনফিল্ড থেকে।

Shotgun 650-এর পাওয়ার সীমিত সংস্করণ
শটগান ৬৫০ বাইকের এই আইকন সংস্করণে কোনো যন্ত্রাংশের বদল করা হয়নি। এই বাইকের ইঞ্জিন শটগান ৬৫০-এর স্ট্যান্ডার্ড মডেলের মতই। এই মোটরবাইকে একটি ৬৪৮ সিসির সমান্তরাল টুইন মোটর রয়েছে যা ৪৭ এইচপি শক্তি প্রদর্শন করে, ৫২.৩ এনএম টর্ক প্রদান করে।
কবে থেকে শুরু হবে বুকিং
রয়্যাল এনফিল্ডের শটগান ৬৫০ বাইকের এই আইকন সংস্করণের দাম স্ট্যান্ডার্ড মডেলের থেকে ৬৬ হাজার টাকা বেশি। ভারতের বাজারে শটগান ৬৫০ বাইকের দাম শুরু হয় যেখানে ৩.৫৯ লক্ষ টাকা থেকে, সেখানে ভারতের বাজারে এই আইকন প্রিমিয়াম সংস্করণের জন্য দাম রাখা হয়েছে ৪.২৫ লক্ষ টাকা। মাত্র ২৫ ইউনিট বিক্রি হবে ভারতে। বুকিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নির্বাচিত ব্যক্তি যারা এই বাইক কেনার সুযোগ পাবেন তাদের নাম চূড়ান্ত জানানো হবে আগামী ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায়।
এর আগে রয়্যাল এনফিল্ড (Royal Enfield Bikes) নতুন বাইক বাজারে এনেছে যার নাম স্ক্র্যাম ৪৪০। এই বাইকের প্রারম্ভিক এক্স শোরুম দাম রয়েছে ২ লাখ ৮ হাজার টাকা। আগের মডেল স্ক্র্যাম ৪১১-এর থেকে এই বাইকের দাম ১৩০০ টাকা বেশি।
আরও পড়ুন; US Plane Missing: মাঝ আকাশেই উধাও যাত্রীবোঝাই মার্কিন বিমান, কোনও চিহ্নই মিলছে না; ঘনাচ্ছে রহস্য






















