(Source: ECI/ABP News/ABP Majha)
TVS Scooter: বাজাজের পর এবার সিএনজি স্কুটার আনবে টিভিএস, কত দামে পাবেন ? কবে আসবে বাজারে ?
TVS CNG Scooter: টিভিএসও এই সিএনজি ইঞ্জিন নিয়ে কাজ করা শুরু করেছে। এর আপাতভাবে নাম রাখা হয়েছে U740। এছাড়াও এর সিএনজি ভ্যারিয়ান্টে পেট্রোল ভ্যারিয়ান্টের থেকে ভাল মাইলেজ পাওয়া যেতে পারে।
TVS CNG Scooter: টিভিএসের জুপিটার ১২৫ এই মডেলটি ভারতের বাজারে খুবই জনপ্রিয় একটি স্কুটার। দুরন্ত মাইলেজের সঙ্গে দারুণ সব ফিচার্স রয়েছে এই স্কুটারে। জানা গিয়েছে টিভিএস (TVS CNG Scooter) এবারে এই স্কুটারের একটি সিএনজি ভার্সন বাজারে আনতে চলেছে। বাজাজের সিএনজি বাইক (Bajaj CNG Bike) লঞ্চ হওয়ার পরে পরেই টিভিএস এই নতুন অফার নিয়ে এসেছে। টিভিএস মোটর খুব শীঘ্রই বাজারে এই সিএনজি ভ্যারিয়ান্ট আনতে চলেছে।
কী বিশেষত্ব থাকবে
টিভিএসও এই সিএনজি ইঞ্জিন নিয়ে কাজ করা শুরু করেছে। এর আপাতভাবে নাম রাখা হয়েছে U740। এছাড়াও এর সিএনজি ভ্যারিয়ান্টে পেট্রোল ভ্যারিয়ান্টের থেকে ভাল মাইলেজ পাওয়া যেতে পারে। সংস্থা এখনও পর্যন্ত পেট্রোল ভ্যারিয়ান্টের ১ হাজারের বেশি ইউনিট বিক্রি হয়েছে। এর বাইরে টিভিএস মোটরসের মার্কেট শেয়ার এখন দেশে ১৮ শতাংশ। দেশের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা হয়ে উঠেছে এই সংস্থা। ৩.১৫ মিলিয়ন গাড়ি বিক্রির সঙ্গে টিভিএস মোটরস দেশের তৃতীয় বৃহত্তম টু-হুইলার নির্মাতাও হয়ে উঠেছে এই সংস্থা। টিভিএসের এই সিএনজি স্কুটার আশা করা হচ্ছে প্রতি লিটার তেলে ৬০ কিমি পর্যন্ত যেতে পারে।
কী ফিচার্স পাবেন
এখন এই সিএনজি স্কুটারের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে, টিভিএসের এই স্কুটারে ডিজিটাল স্পিডোমিটার, ডিস্কব্রেক, ওডোমিটার, বড় সিএনজি ট্যাঙ্ক, অ্যালয় হুইল সহ এতে আরও অনেক দুরন্ত ফিচার্স থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এলইডি হেডলাইটের সঙ্গে এলইডি টেইলল্যাম্পও দেখা যাবে।
কত দামে পাবেন
এখনও পর্যন্ত এই স্কুটারের দাম জানায়নি টিভিএস মোটরস। অনুমান করা হচ্ছে টিভিএস স্কুটার ১ লক্ষ টাকার কম দামে বাজারে লঞ্চ হতে চলেছে। এর পেট্রোল ভ্যারিয়ান্টের এক্স শোরুম দাম ৭৯ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৯০ হাজার টাকা। এর সিনএজি ভ্যারিয়ান্ট ২০২৫ সালের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে বলেই ধরে নেওয়া যায়।
এর আগে ৫ জুলাই ভারতের বাজারে প্রথম বলা ভাল দেশের এবং বিশ্বের প্রথম সিএনজি বাইক নিয়ে আসে বাজাজ অটো। এই বাইকের নাম দেওয়া হয়েছে ফ্রিডম ১২৫। ৯৫ হাজার টাকা থেকে শুরু এই বাইকের দাম এবং এর টপ এন্ড মডেলটির দাম ১.১০ লাখ টাকা। সংস্থার দাবি অনুযায়ী এই বাইকে ২১৩ কিমি মাইলেজ পাওয়া যাবে।
আরও পড়ুন: Electric Scooter: দেশে প্রথম বৈদ্যুতিন স্কুটার নিয়ে আসছে সুজুকি ! কী চমক থাকবে ?