Discount Offer: ৭০০০ টাকা সস্তায় পাবেন এই স্কুটার ও বাইক, কী সুযোগ দিচ্ছে ইয়ামাহা ?
Yamaha Bike Scooter Offer: ইয়ামাহার এফজেড সিরিজের বাইক কিনতে গেলে আপনাকে ন্যূনতম ৭৯৯৯ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এছাড়াও আপনি ৭ হাজার টাকার ক্যাশব্যাকও পাবেন।
Yamaha Bike and Scooter: আপনি যদি নতুন বাইক বা স্কুটার কিনতে চান, তাহলে এই পুজোর মরশুমে আপনাদের জন্য দারুণ সুযোগ রয়েছে। বাইক ও স্কুটারের মডেলের (Yamaha Motors) উপর ইয়ামাহা সংস্থা এবারে দারুণ ছাড়ের সুযোগ দিচ্ছে এই মরশুমে। একইসঙ্গে ছাড়ও মিলছে আর মিলছে ক্যাশব্যাকের সুবিধে। এই অফারটি ইয়ামাহার (Discount Offer) এফজেড সিরিজের বাইক ও রে জেডআর ১২৫ এফ আই হাইব্রিড ও ফ্যাসিনো ১২৫ হাইব্রিড স্কুটারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
FZ সিরিজের বাইকে মিলছে ৭ হাজার টাকার ক্যাশব্যাক
ইয়ামাহার এফজেড সিরিজের বাইক কিনতে গেলে আপনাকে ন্যূনতম ৭৯৯৯ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এছাড়াও আপনি ৭ হাজার টাকার ক্যাশব্যাকও পাবেন। এফ জেড সিরিজের বাইকের ক্ষেত্রে দারুণ আকর্ষণীয় লুক রয়েছে, যারা কম বাজেটে দারুণ বাইক কিনতে চান, তাদের ক্ষেত্রে এই মডেলটি একেবারে উপযুক্ত। এফ-জেড এক্স, এফজেড এস ইত্যাদি মডেলের ক্ষেত্রে এই অফারটি কার্যকর হবে না বলেই জানিয়েছে সংস্থা। অন্যান্য এফজেড সিরিজের সমস্ত বাইকের ক্ষেত্রেই এই অফারটি থাকছে।
৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধে
আপনি যদি স্কুটার কেনার কথা ভাবেন, তাহলে রে জেডআর ১২৫এফ আই হাইব্রিড এবং ফ্যাসিনো ১২৫ এফ আই হাইব্রিড স্কুটারের ক্ষেত্রে অফার দিচ্ছে ইয়ামাহা। এই দুটি স্কুটার কিনতে গেলে আপনাকে শুধু ৩ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এর সঙ্গে আপনি এই দুটি স্কুটারের মডেলের ক্ষেত্রে ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধেও পাবেন। এছাড়াও স্কুটারের মডেল যেমন রে জেডআর স্ট্রিট র্যালি এবং এয়ারক্স ১৫৫ স্কুটারে কিন্তু এই সুযোগ পাওয়া যাবে না। অন্য সমস্ত স্কুটারে এই ক্যাশব্যাকের সুযোগ থাকছে।
ইয়ামাহা এফজেড, রে জেডআর এবং ফ্যাসিনো বাইক-স্কুটার
ইয়ামাহা মোটরস সংস্থার এফজেড সিরিজের বাইকের দাম শুরু হচ্ছে ১.১৬ লক্ষ টাকা থেকে, রে জেডআর বাইকের দাম শুরু হচ্ছে ৮৫,০৩০ টাকা থেকে ৯১,৬৩০ টাকার মধ্যে। ইয়ামাহা ফ্যাসিনো স্কুটারের দামও সাধ্যের মধ্যেই রয়েছে। এর ড্রাম ভ্যারিয়ান্ট পাওয়া যাবে ৭৯,৯৯০ টাকায়, আর ডিস্ক ভ্যারিয়ান্টের দাম পড়বে ৯১,৪৩০ টাকা। এগুলি সবই হল এক্স শোরুম দাম, এর সঙ্গে পরে যুক্ত হবে রোড ট্যাক্স ও অন্য সমস্ত চার্জ।
আরও পড়ুন: ITC Share Price: রেকর্ড উচ্চতায় ITC-র শেয়ার, মূলধন ছাড়াল ৬.৫ লক্ষ কোটিরও বেশি- আরও বাড়বে দাম ?