Top EVs of 2023 : ইভি কিনবেন ? Hyundai হোক বা Tata- দেখে নিন অন্যতম সেরা বাছাই ৫ ইভি
Year Ender 2023 Auto Top EVs: বেশ কিছু নতুন মডেলের ইভি ইতিমধ্যেই বাজারে চলে এসেছে। আগামী বছরের শুরুতে যারা ইভি কিনবেন ভাবছেন, তাদের জন্য রইল এ বছরের সেরা পাঁচটি ইভির মডেলের হদিশ।
সোমনাথ চট্টোপাধ্যায় : গাড়ির বাজারে এখন কেবলই ইভি আর ইভি। পরপর প্রতিটি গাড়ি নির্মাতা সংস্থাই এখন জোর দিচ্ছে ইভি নির্মাণের উপর। আর ভারতের বাজারে ইভির চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। ফলে বর্ধিত চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন ফিচার্সের সামঞ্জস্য রেখে কম্প্যাক্ট থেকে লাক্সারিয়াস সব ধরনের ইভি নির্মাণের দিকে জোর দিয়েছে সংস্থাগুলি। বেশ কিছু নতুন মডেলের ইভি ইতিমধ্যেই বাজারে চলে এসেছে। বছর শেষ হতে চলল, আগামী বছরের শুরুতে যারা ইভি (Top EVs) কিনবেন ভাবছেন, চলুন তাদের জন্য রইল ২০২৩-এর সেরা পাঁচটি ইভির মডেলের হদিশ।
Hyundai Ioniq 5
হুন্ডাইয়ের অন্যান্য গাড়ির মডেলের থেকে এই মডেলের ডিজাইন একেবারে আলাদা। ইন্টিরিয়রে সেরা লুক এনে দিয়েছে হুন্ডাই। তার সঙ্গে একটা ফিউচারিস্টিক লুক এসেছে মডেলে। বেড়েছে স্পেস। মডিউলার কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে এই গাড়িতে যা অন্য যে কোনও ইভির মডেলের থেকে আলাদা। ভারতে এই Ioniq 5 মডেলটির দাম সাধ্যের মধ্যেই থাকছে, তবে এখানে কেবলমাত্র এর সিঙ্গল মোটর ভার্সনটি পাওয়া যাবে। এই মডেলে এআরএআই রেঞ্জ (ARAI Range) থাকছে ৬৩১ কিমি যা কিনা সব ধরনের দামী গাড়ির থেকেও বেশি।
MG Comet
এর সাধারণ ভার্সন বাজারে আগে থেকেই উপলব্ধ ছিল, তবে ইভির দুনিয়াতেও পা রেখেছে এমজি কমেট। গাড়ির বাজারে সাধ্যের মধ্যে ইভি কেনার ইচ্ছে হলে, আপনিও কিনে ফেলতে পারেন এই গাড়িটি। আকারে অন্যান্য মডেলের থেকে অনেকটা ছোট হলেও স্পেসের এতটুকু ঘাটতি নেই কোথাও। বড় আকারের গাড়ির মতই ফিচার্স রয়েছে এতে, তার সঙ্গে রয়েছে প্রিমিয়াম ইন্টিরিয়র। এর রেঞ্জ থাকছে ২৩০ কিমি, আর এর ছোট্ট আকারই আসলে এর প্লাস পয়েন্ট যাতে এই গাড়ি খুব সহজেই যে কোনও জায়গায় পার্ক করা যায়।
Mercedes-Benz EQE
মার্সিডিজের এই মডেলটি (Top EVs) একেবারে নিখাদ বিলাসবহুল গাড়ির মধ্যে পড়ে। ইভির মতই ইন্টিরিয়র লুক এবং অন্যান্য বড় লাক্সারি গাড়ির মত স্পেস রয়েছে এই মডেলে। এর রেঞ্জ ৫৫০ কিমি, সঙ্গে উপরি পাওনা হিসেবে রয়েছে এর হাইপার জায়ান্ট স্ক্রিন। স্ক্রিনটা পুরো ড্যাশবোর্ডের জায়গা অনেকটা জুড়ে থাকলেও, গাড়ি চালানোর ক্ষেত্রে কোনও অসুবিধে হয় না।
BMW i7
সেরা ইভির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এই গাড়িটি। ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যেই পড়ে এর ইভি আই সেভেন মডেলটি। এটি আকারে বেশ অনেকটাই বড়। অনেক বড় লাক্সারি কার। এর রেঞ্জ ৬২৫ কিমি এবং এর সবথেকে বড় আকর্ষণ হল এর পিছনের ৩১.৩ ইঞ্চির জায়ান্ট টিভি স্ক্রিন।
Tata Nexon EV
সবশেষে উল্লেখ করতেই হয় টাটা নেক্সন ইভির কথা। এর আগেও একটি সাধারণ ভার্সন বাজারে এসেছিল টাটা নেক্সনের। সেই মডেলের উপর কিছু রদ বদল করেই এই নতুন ইভি ডিজাইন করা হয়েছে। এতে থাকছে ৪০.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ফলে এর রেঞ্জ অনেকটাই বেড়ে যাবে, আশা করা হচ্ছে প্রায় ৪৬৫ কিমি রেঞ্জ দেবে টাটা নেক্সনের এই ইভি। বলা যায় ভারতে অন্যতম বেস্ট সেলিং ইভি হতে চলেছে টাটা নেক্সন ইভি।
আরও পড়ুন : মারুতি নিয়ে এল ইলেকট্রিক SUV-র নয়া মডেল, কত দাম, রেঞ্জই বা কত?