EPFO bonus: PF অ্যাকাউন্টে আছে ৫০,০০০ টাকার অতিরিক্ত বোনাস, আপনি জানতেন কি ?
EPFO Update: পেনশন, বিমার পাশাপাশি আপনার প্রভিডেন্ট ফান্ড দেয় অতিরিক্ত ৫০,০০০ টাকার বোনাস। কেবল কিছু বিশেষ PF অ্যাকাউন্ট হোল্ডাররাই পান এই সুবিধা। আপনিও কি তাদের মধ্যে পড়েন।
EPFO Update: পেনশন, বিমার পাশাপাশি আপনার প্রভিডেন্ট ফান্ড দেয় অতিরিক্ত ৫০,০০০ টাকার বোনাস। কেবল কিছু বিশেষ PF অ্যাকাউন্ট হোল্ডাররাই পান এই সুবিধা। আপনিও কি তাদের মধ্যে পড়েন। জেনে নিন কারা পান এই বিশেষ সুবিধা।
EPFO bonus: দেশের সংগঠিত ক্ষেত্রে কর্মীদের সুরক্ষার জন্য গঠিত হয়েছিল Employees’ Provident Fund Organisation (EPFO)। বহু বছর ধরেই কর্মীদের স্বার্থে পেনশন ছাড়াও বিমার টাকা দিচ্ছে এই কর্মী সংগঠন। তবে এই দুই সুবিধার পাশাপাশি রয়েছে আরও একটি সুবিধা। যেখানে কিছু শর্ত পূরণ করলে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের অবসরের পর ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত বোনাস দেয় EPFO।
EPFO অতিরিক্ত বোনাস পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে
১ ২০ বছরের জন্য PF অ্যাকাউন্টে টাকা
EPFO লয়্যালটি কাম লাইফ বেনিফিটের মাধ্যমে যেকোনও কর্মচারীকে অতিরিক্ত বোনাসের পরিমাণ দেয় কর্মী সংগঠন। PF অ্যাকাউন্টধারকরা গত ২০ বছর ধরে অ্যাকাউন্টে টাকা জমালেই এই সুবিধা পাবেন।
২ কীভাবে অতিরিক্ত বোনাস নির্ধারিত হয় ?
আপনি যদি অতিরিক্ত বোনাস সম্পর্কিত নিয়মগুলি দেখেন, তবে বুঝতে পারবেন- মূল বেতনের ভিত্তিতে এই অতিরিক্ত বোনাস নির্ধারণ করা হয়। PF অ্যাকাউন্টধারকরা যাদের মূল বেতন ৫ হাজার টাকা পর্যন্ত তারা অবসর গ্রহণের সময় ৩০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বোনাস পাবেন। একই সঙ্গে ৫ হাজার থেকে ১০ হাজার মূল বেতন পাওয়া বেতনভোগীরা অতিরিক্ত ৪০ হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়ার যোগ্য। পাশাপাশি যাদের মূল বেতন ১০ হাজার টাকার বেশি তারা অতিরিক্ত ৫০ হাজার বোনাস পাবেন।
৩ এদের জন্য ২০ বছরের কোনও বাধ্যবাধকতা নেই
যে সব কর্মচারী ২০ বছরের আগে সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যান, তাদের এই শর্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ধরনের কর্মচারীদের অবসরে অতিরিক্ত বোনাস দেওয়া হয়। অতিরিক্ত বোনাসের জন্য পরিমাণ নির্ধারণের নিয়ম একই থাকে। অর্থাৎ মূল বেতন অনুযায়ী তাদের বোনাস নির্ধারণ করা হয়।