EPFO Update: পিএফ অ্যাকাউন্টে জন্ম তারিখ ভুল ? ঘরে বসে এই উপায়ে করুন আপডেট
অনেক সময় পিএফ অ্যাকাউন্টে জন্ম তারিখ ভুল নথিভুক্ত হয়। সেই কারণে এটি পরিবর্তন করা খুবই জরুরি। না হলে পরে টাকা তুলতে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।
EPFO Rules: আপনি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে আপনার বেতনের একটি অংশ জমা পড়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে। অবসর গ্রহণের পর এই জমা অর্থ পেয়ে যান অ্যাকাউন্ট হোল্ডার। কোনও কারণে 60 বছরের আগে অ্যাকাউন্টধারকের মৃত্যু হলে জমা অর্থ পেয়ে যান নমিনি। তবে অনেক সময় কিছু কারণে টাকা জমালেও তা তুলতে পারবেন না আপনি। মূলত, পিএফ অ্যাকাউন্টে ভুল জন্ম তারিখ দেওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়। জানেন, ঘরে বসেই এই সমাধান করতে পারবেন আপনি।
EPFO Update: EPF জন্ম তারিখ আপডেট করা জরুরি
অনেক সময় পিএফ অ্যাকাউন্টে জন্ম তারিখ ভুল নথিভুক্ত হয়। সেই কারণে এটি পরিবর্তন করা খুবই জরুরি। না হলে পরে টাকা তুলতে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। ঘরে বসেই এই সংশোধনের কাজ করতে পারেন আপনি। জেনে নিন, কীভাবে কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা (EPFO)-তে গ্রাহকদের জন্ম তারিখ আপডেট করা যায়।
EPFO-তে DOB আপডেট করার নিয়ম
যদি আপনার সঠিক জন্ম তারিখ ও নথিভুক্ত জন্ম তারিখের মধ্যে 3 বছরের কম পার্থক্য থাকে, তাহলে আপনি EPFO-র ইউনিফাইড সদস্য পোর্টালে গিয়ে সহজেই তা পরিবর্তন করতে পারেন। এর জন্য আপনাকে কেবল আপনার ই-আধার কার্ড জমা দিতে হবে। যদি মূল DOB ও নথিভুক্ত DOB-র মধ্যে 3 বছরের বেশি পার্থক্য থাকে, তাহলে সেই পরিস্থিতিতে আপনাকে আধারের সঙ্গে কিছু অন্যান্য নথি জমা দিতে হবে। এরপরেই আপনার পিএফ অ্যাকাউন্টে ডিওবি-তে পরিবর্তন সম্ভব।
EPFO-তে জন্ম তারিখ আপডেটের প্রক্রিয়া
এই ক্ষেত্রে আপনাকে অনলাইন EPFO ইউনিফাইড মেম্বার পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ -এ ক্লিক করতে হবে। এর পরে DOB বিভাগে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে আপনার জন্ম তারিখ পরিবর্তন করতে পারেন।
EPFO Update: যে নথিপত্রগুলি লাগবে
স্কুল ছাড়ার সার্টিফিকেট
পাসপোর্ট
কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পরিষেবা রেকর্ড
ড্রাইভিং লাইসেন্স
মেডিক্যাল সার্টিফিকেট
আরও পড়ুন : EPFO News: পিএফ হোল্ডারের মৃত্যু হলে কত পেনশন পাবে স্ত্রী-সন্তান ? কী বলছে নিয়ম ?