EPFO News: পিএফ হোল্ডারের মৃত্যু হলে কত পেনশন পাবে স্ত্রী-সন্তান ? কী বলছে নিয়ম ?
EPFO Family Pension Rules: পিএফ হোল্ডারের মৃত্যু হলে নির্দিষ্ট নিয়ম মেনে পেনশন পান স্ত্রী-সন্তান। জানেন সেই নিয়ম।
EPFO Family Pension Rules: আপনি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে আপনার বেতনের একটি অংশ জমা পড়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে। অবসর গ্রহণের পর এই জমা অর্থ পেয়ে যান অ্যাকাউন্ট হোল্ডার। কোনও কারণে 60 বছরের আগে অ্যাকাউন্টধারকের মৃত্যু হলে জমা অর্থ পেয়ে যান নমিনি। তবে পিএফ হোল্ডারের মৃত্যু হলে নির্দিষ্ট নিয়ম মেনে পেনশন পান স্ত্রী-সন্তান। জানেন সেই নিয়ম ?
EPFO Update: কত জমা পড়ছে অ্যাকাউন্টে ?
প্রতিটি সংগঠিত ক্ষেত্রেই কর্মরত ব্যক্তির বেতনের একটি অংশ পিএফ হিসাবে কাটা হয়। এই অংশ কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থার অ্যাকাউন্টে জমা করা হয়। প্রত্যেক কর্মরত ব্যক্তির মূল বেতনের 12 শতাংশ এই অ্যাকাউন্টে জমা করা হয়। সবথেকে বড় বিষয়, একই পরিমাণ টাকা কর্মীর জন্য এই অ্যাকাউন্টে দিয়ে থাকে নিয়োগকারী বা কোম্পানি।
EPFO Family Pension Rules: কত জমা পড়ছে পেনশন অ্যাকাউন্টে ?
হিসেব বলছে, এই 12 শতাংশ শেয়ারের মধ্যে 8.33 শতাংশ ইপিএসে বা কর্মীর পেনশন বাবদ জমা হয়। কর্মচারীর অবসরের সময় হলে তাঁর পেনশন নিশ্চিত করতেই জমিয়ে রাখা হয় এই টাকা। কোনও কর্মচারী মারা গেলে, তার পরিবার অর্থাৎ স্ত্রী / স্বামী ও সন্তানদের প্রতি মাসে EPF পারিবারিক পেনশন (Family Pension)দেওয়া হয়।
EPFO Update: ফ্যামিলি পেনশন নিয়ে ইপিএফও ট্যুইট
ট্যুইটে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)জানিয়েছে, EPS95 স্কিমের আওতায় কোনও অ্যাকাউন্টহোল্ডাকের মৃত্যু হলে তার পরিবার অর্থাৎ স্ত্রী ও সন্তানরা পারিবারিক পেনশন পাবে।
EPFO Family Pension Rules: কত পেনশন পাবে স্ত্রী-সন্তান
EPF95 এর মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে তাঁর পরিবার (স্ত্রী বা স্বামী) কমপক্ষে 1,000 টাকা মাসিক পেনশন পান। তবে পিএফ অ্যাকাউন্ট হোল্ডার বিবাহিত না হলে পিএফ-এর নমিনি আজীবন পেনশন পেতে থাকবেন। অন্যদিকে, যদি স্ত্রী ও স্বামী উভয়েই মারা যান, তবে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টহোল্ডারের সন্তানরাও ইপিএফ-এর মাধ্যমে পেনশনের সুবিধা পাবেন। এরকম পরিস্থিতিতে স্ত্রীর প্রাপ্ত পেনশনের ২৫ শতাংশ পাবে সন্তানরা। তবে কেবল দুই সন্তান এই পেনশন পেতে পারেন।
EPFO Update: ইউএএন নম্বর ভুলে গেছেন ? এই সহজ উপায়ে অনলাইনে জানুন আপনার গোপন তথ্য