Govt Scheme: পিএম কিষাণ যোজনার থেকেও বেশি টাকা এই দুই স্কিমে, বছরে ৬ হাজারের বদলে ২৫ হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ
PM Kisan Yojana 2025: প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার থেকেও বেশি টাকা পাওয়া যায় দুই রাজ্যের দুটি কৃষক উন্নয়ন প্রকল্পে।

PM Kisan Yojana: কেন্দ্র সরকারের তরফে যদিও পরিচালনা করা হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা বা পিএম কিষাণ যোজনা যাতে দেশের কৃষকদের সারা বছরে কিছু আর্থিক সাহায্য করা যেতে পারে। দেশের কোটি কোটি কৃষককে এই প্রকল্পের আওতায় সহায়তা করা হয় কেন্দ্র সরকারের তরফে। কিন্তু এই প্রকল্পে যে টাকা দেয় কেন্দ্র, কিছু কিছু রাজ্যে তার থেকেও অনেক বেশি টাকা দেওয়া হয় কৃষকদের। পিএম কিষাণ যোজনাতে যেখানে বছরে ৬ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয়, সেখানে কিছু কিছু রাজ্যের প্রকল্পে বছরে ২৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় কৃষকদের।
কোন কোন যোজনায় মেলে বেশি টাকা
প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার থেকেও বেশি টাকা পাওয়া যায় দুই রাজ্যের দুটি কৃষক উন্নয়ন প্রকল্পে। এর মধ্যে রয়েছে ওড়িশার বিখ্যাত ‘কালিয়া’ স্কিম (KALIA) আর তেলেঙ্গানার ‘রায়তু বন্ধু’ প্রকল্প। এই দুটিতে পিএম কিষাণের থেকেও বেশি টাকা দেওয়া হয় কৃষকদের। ২০২৫ সালে এসেও এই দুই স্কিমে কৃষকদের সহায়তা করা হচ্ছে। ওড়িশার কালিয়া স্কিম এই বছর ফেব্রুয়ারি মাসে এর ১১তম কিস্তির টাকা দিয়েছে কৃষকদের। নতুন কৃষকরাও এই যোজনার পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। তেলেঙ্গানা সরকার যদিও রায়তু বন্ধু স্কিমটিকে নতুন নামে ‘রায়তু ভরসা’ হিসেবে লঞ্চ করেছে। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই ‘রায়তু ভরসা’ স্কিম চালু হয়েছে। আর এই স্কিমের অধীনে আর্থিক সাহায্যও বেড়ে হয়েছে ১২ হাজার টাকা প্রতি একরে।
ওড়িশার কালিয়া স্কিমে বছরে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। ক্ষুদ্র কৃষকদের দেওয়া হয় বছরে ১০ হাজার টাকা করে আর ভূমিহীন কৃষকদের পাঁচটি মরশুমে ২৫ হাজার টাকা বা একত্রে ১২,৫০০ টাকা এককালীন দেওয়া হয়ে থাকে। অন্যদিকে তেলেঙ্গানার রায়তু বন্ধু বা রায়তু ভরসা স্কিমের অধীনে প্রতি একর জমির জন্য বছরে দেওয়া হয় ১২ হাজার টাকা।
কালিয়া যোজনায় আবেদনের জন্য আগ্রহী কৃষকদের krushak.odisha.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং তারপরে অনলাইনে আবেদন করতে হবে উপযুক্ত নথি আপলোড করে। এই স্কিমের আবেদনের জন্য আপনার কাছে আধার কার্ড, জমির রেকর্ড, জমি না থাকলে বিকল্প প্রমাণপত্র, রেশন কার্ড, পাসপোর্ট মাপের ছবি দিতে হবে। তেলেঙ্গানার রায়তু ভরসা প্রকল্পের আবেদনের জন্য আপনাকে যেতে হবে rythubharosa.telangana.gov.in ওয়েবসাইটে আর এখানেও একই রকম নথি আপলোড করে আপনাকে আবেদন করতে হবে আর্থিক সহায়তার জন্য।






















