এক্সপ্লোর
UPI Fraud : UPI জালিয়াতি থেকে বাঁচার সহজ উপায়, এই বিষয়গুলি মনে রাখুন
UPI জালিয়াতির সুরক্ষা টিপস: UPI-এর মাধ্যমে হওয়া প্রতারণা আটকাতে কিছু বিষয় মনে রাখুন। সুরক্ষার নিয়মগুলি জানলে নিরাপদ থাকবেন।
UPI জালিয়াতি থেকে বাঁচুন ..
1/6

এখন দেশে জালিয়াতি আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় হচ্ছে । অনেক মানুষের অ্যাকাউন্ট থেকে প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যদি সত্যিই ঝুঁকি কমাতে চান তবে আপনার UPI অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্ট থেকে আলাদা করুন। যে অ্যাকাউন্টের সাথে UPI যুক্ত আছে, তাতে শুধুমাত্র সীমিত ব্যালেন্স রাখুন।
2/6

অনেক ব্যাঙ্ক অ্যাপে ট্রানজাকশন লিমিট সেট করার অপশন দেয়। একবার এই সেটিং করলে কোনও প্রতারণার পরিস্থিতিতে ক্ষতি কম হবে এবং টাকা সুরক্ষিত থাকবে। UPI-এর সবচেয়ে বড় শক্তি হল এর গতি। কিন্তু এই জায়গাতেই লোকে ভুল করে।
Published at : 11 Dec 2025 06:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















