Ujjwala Yojona 2.0: বাড়ি বসে বিনামূল্যের গ্যাস, কীভাবে আবেদন
Ujjwala Yojona: উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। জানেন কীভাবে অনলাইনেই এই প্রকল্পের আবেদন করা যায় ?
Free LPG Connection: ২০২৩ সালেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল উজ্জ্বলা যোজনা ২.০ প্রকল্প (Ujjwala Yojona 2.0) আর এই প্রকল্পের আওতায় আগামী ৩ বছরে দেশের প্রায় ৭৫ লক্ষ মানুষকে বিনামূল্যে এলপিজি গ্যাসের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের নয়া রূপে এবার ঘরে বসেই আবেদন করতে পারবেন গ্রাহকেরা। কোথাও লাইন দিতে হবে না, অনলাইনে অতি সহজেই করতে পারবেন আবেদন। কীভাবে দেখে নিন।
কী এই উজ্জ্বলা যোজনা ?
উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা' (Ujjwala Yojona 2.0) চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে।
এই প্রকল্পের সুবিধা কারা পাবেন, কারা পাবেন না
এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না।
কীভাবে অনলাইনে আবেদন করবেন ?
- PMUjjwala স্কিমের সুবিধা নিতে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট pmuy.gov.in/ujjwala2.html -এ যেতে হবে।
- তারপর ওয়েবসাইটে ঢুকলেই উপরে দেখা যাবে Apply For New Ujjwala 2.0 Connection ট্যাব।
- এই ট্যাবে ক্লিক করলে আপনাকে জানতে চাওয়া হবে আপনার কোন সংস্থার এলপিজি কানেকশন রয়েছে। সেই সংস্থার নির্দিষ্ট অপশনে ক্লিক করুন।
- তারপর একটা নতুন পেজে রি-ডাইরেক্ট হয়ে যাবে যেখানে আপনাকে কিছু শর্ত পড়ে চেক বক্সে টিক ক্লিক করে দিতে হবে।
- এরপর ডিস্ট্রিবিউটর নির্বাচন করতে হবে আপনার স্থানীয় এলাকার তথ্য দিয়ে।
- এখানে রাজ্য, জেলা ইত্যাদি দিয়ে আপনার যে ডিস্ট্রিবিউটর তার নাম খুঁজে সিলেক্ট করতে হবে।
- এরপরেই একটা বিরাট বড় ফর্ম আসবে সেটা ভালভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি জমা করে Submit বাটনে ক্লিক করতে হবে।
- এই আবেদনের সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্যও জমা করতে হবে।
কী কী নথি লাগবে ?
উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য মোবাইল নম্বর, বয়সের শংসাপত্র, আধার কার্ড, রেশন কার্ডের ফটো কপি, বিপিএল কার্ড, বিপিএল তালিকায় নামের প্রিন্ট, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্কের ফটোকপি এই নথিগুলি অবশ্যই লাগবে।
আরও পড়ুন: Post Office RD : এই স্কিমে আড়াই লাখের বেশি সুদ,এটি একটি সরকারি স্কিম