Aadhaar Voter ID Link : আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করেননি ? ভোট দিতে পারবেন, কী বলছে নিয়ম
Voter ID : বলা হচ্ছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করলেই ধরা যাবে এই ভূতুরে ভোটার (Fake Voter)। সেই ক্ষেত্রে আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক না করলে আপনি ভোট দিতে পারবেন তো ?

Voter ID : ভুয়ো ভোটার ধরতে সম্প্রতি নির্বাচন কমিশনে (Election Commission) সরব হয়েছে রাজনৈতিক দলগুলি (Political Parties)। ইতিমধ্যেই ভোটারের সঙ্গে আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক করার পরামর্শ দিয়েছে কমিশন। বলা হচ্ছে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করলেই ধরা যাবে এই ভূতুরে ভোটার (Fake Voter)। সেই ক্ষেত্রে আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক না করলে আপনি ভোট দিতে পারবেন তো ?
এই নথি এখন খুব প্রয়োজন
ভারতে বসবাসকারী লোকদের অন্যান্য দেশের মতো অনেক নথি প্রয়োজন। এই নথিগুলি প্রতিদিন কোনও না কোনও কাজের জন্য প্রয়োজন হয়। এই নথিগুলির মধ্যে অনেকগুলি বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে আপনার একটি পাসপোর্ট প্রয়োজন। এছাড়া ব্যাঙ্কিং ও আয়কর সংক্রান্ত কিছু কাজ করতে হবে।এর জন্য প্রয়োজন একটি প্যান কার্ড। আর ভোট দিতে হলে একটি ভোটার আইডি লাগবে।
এই কাগজপত্র ছাড়া, এই কাজ করা যাবে না। সম্প্রতি, আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যদি কারও ভোটার আইডি আধারের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে তিনি কি ভোট দিতে পারবেন না? আসুন আমরা আপনাকে এর উত্তর বলি।
আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক না থাকলে ভোট দিতে পারবেন না?
ভোটার আইডিকে আধারের সঙ্গে লিঙ্ক করার পরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাদের ভোটার আইডি আধারের সঙ্গে যুক্ত নয়, তাদের ভোটার আইডি বাতিল করা হবে। ইতিমধ্যে, অনেকেই ভাবছেন, যাদের ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করা নেই তারা কি তাদের ভোট দিতে পারবেন না।
কারও ভোটার আইডি বাতিল হয়ে গেলে তার নাম ভোটার তালিকায় থাকবে না। কারও ভোটার আইডি না থাকলেও ভোটার তালিকায় তার নাম থাকলে তিনি ভোট দিতে পারবেন। এই জন্য, আপনার যদি ভোটার আইডি না থাকে তবে আধার বা অন্য কোনও পরিচয়পত্র ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া যেতে পারে।
ভোটার আইডি কেন আধারের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে?
ভারতে এখনও অনেক লোক রয়েছে, যাদের একাধিক ভোটার আইডি রয়েছে। এই কারণে জাল ভোটারের সঙ্গে বেড়েছে। আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পরে জাল ভোটার আইডি সরানো যেতে পারে। সেই ক্ষেত্রে একজন ব্যক্তির একটি মাত্র ভোটার আইডি থাকবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
