Indian Railway: রেলের টিকিট বুকিংয়ের নিয়মে আরও বদল, এবার থেকে সাধারণ যাত্রীরাও পাবেন এই সুবিধে
Indian Railway Ticket Booking System: এই সুবিধের অপব্যবহার ও শেষ মুহূর্তের অনুরোধের ফলে প্রায়ই চার্ট তৈরিতে দেরি হত। এবারে নিয়মে আমূল বদল আনল রেলওয়ে।

Railway Ticket Booking System: ভারতীয় রেলওয়ের টিকিট বুকিংয়ের নিয়মে বড় বদল এসেছে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এমার্জেন্সি কোটার (Emergency Quota) অধীনে এই নিয়ম বদল করা হয়েছে। আগের নিয়ম বদলে এবার থেকে যাত্রীদের আগে থেকে এই এমার্জেন্সি কোটার টিকিট বুকিং (Railway Ticket Booking) করতে হবে। রেল মন্ত্রকের সাম্প্রতিক সিদ্ধান্তের পরে এই পরিবর্তন আনা হয়েছে যে পরিচালন দক্ষতা উন্নত করার জন্য ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হবে।
এই এমার্জেন্সি কোটার আসনগুলি ভিআইপি, রেলওয়ে কর্মী, চিকিৎসাগত জরুরি অবস্থায় থাকা যাত্রীদের জন্য সুরক্ষিত। তবে এই সুবিধের অপব্যবহার ও শেষ মুহূর্তের অনুরোধের ফলে প্রায়ই চার্ট তৈরিতে দেরি হত। এই কারণে ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম হওয়ার সিস্টেমও প্রভাবিত হত, যাত্রীদের প্রবল অসুবিধের মুখে পড়তে হত। নতুন নিয়ম অনুসারে, এমার্জেন্সি কোটার টিকিট কমপক্ষে একদিন আগে থেকে বুকিং করে রাখতে হবে যাত্রীদের। একদিন আগে থেকে বুকিংয়ের আবেদন করে রাখতে হবে।
গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, ‘রাত বারোটা থেকে দুপুর ২টো পর্যন্ত চলাচলকারী ট্রেনে এমার্জেন্সি কোটায় ভ্রমণের জন্য একদিন আগে অর্থাৎ দুপুর ১২টার মধ্যে এমার্জেন্সি কোটা সেলে বুকিংয়ের আবেদন জমা করতে হবে। আবার অন্যদিকে দুপুর ২টো বেজে ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে চলাচলকারী ট্রেনের জন্য জরুরি কোটার অনুরোধ যাত্রার আগের দিন বিকেল ৪টের মধ্যে জমা করতে হবে রেলওয়ের এমার্জেন্সি কোটা সেলে। রেল মন্ত্রক স্পষ্ট করেই এই বিবৃতিতে জানিয়েছে যে ট্রেন ছাড়ার নির্ধারিত দিনেই প্রাপ্ত অনুরোধগুলি গ্রাহ্য হবে না আর আগের মত।
রবিবার বা অন্য কোনও ছুটির দিনের এমার্জেন্সি কোটার বুকিংয়ের ক্ষেত্রে আগের পূর্ণ কর্মদিবসে কাজের সময়ের মধ্যেই এই বুকিংয়ের আবেদন করতে হবে বলে জানানো হয়েছে রেলওয়ের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেলওয়ে বোর্ডের রিজার্ভেশন সেল ভিআইপি, রেলওয়ে অফিসার এবং উর্ধ্বতন অফিসার সহ অন্যান্য বিভাগ থেকেও প্রচুর সংখ্যক এমার্জেন্সি কোটার অনুরোধ আসে। রেল মন্ত্রক সকল কর্মকর্তাদের এই নিয়ম ও সময়সূচি মেনে চলার আদেশ দিয়েছে যাতে চার্ট তৈরিতে কোনও বিলম্ব না হয়। এতে যাত্রীদেরও অনেক সুবিধে হয় এবং ট্রেন ছাড়তেও কোনও বিলম্ব হয় না।






















