LIC Plans: LIC-র এই ৫০টি প্ল্যান এখন আর পাবেন না কেউ, আগে পলিসি করানো থাকলে কী হবে ?
Life Insurance Policy: এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে ২০০১ সাল থেকে শুরু করে এমন বহু বিমা পলিসি (LIC Policy) রয়েছে যেগুলি এখন আর উপলব্ধ নেই।

LIC Policy: ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা হিসেবে পরিচিত লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সংক্ষেপে এলআইসি। নানা সময় এই সংস্থা মানুষের জীবনকে সুরক্ষিত করতে নানা রকম প্ল্যান নিয়ে আসে। আবার সময়ে সময়ে কিছু প্ল্যান বন্ধও করে দেয়। এলআইসি অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে ২০০১ সাল থেকে শুরু করে এমন বহু বিমা পলিসি (LIC Policy) রয়েছে যেগুলি এখন আর উপলব্ধ নেই। এখন চাইলেও এই প্ল্যানগুলি পাওয়া যাবে না। ফলে তৃতীয় পক্ষের কেউ এই প্ল্যানগুলি আপনাকে করতে অনুরোধ করলে সতর্ক (Life Insurance) হয়ে যান। লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট জানিয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষ চলাকালীন কোন কোন প্ল্যান বন্ধ করেছে তারা। দেখা যাচ্ছে বিগত অর্থবর্ষে এই সংস্থা ৫০টি বিমা পলিসি বন্ধ করেছে।
LIC Policy: ২০২৪-২৫ অর্থবর্ষে কোন কোন প্ল্যান বন্ধ হয়েছে জেনে নিন
এলআইসি ধনবৃদ্ধি
এলআইসি নিউ জীবন শান্তি
এলআইসি জীবন ধারা (২)
এলআইসি সরল পেনশন
এলআইসি জীবন অক্ষয় (৭)
এলআইসি নিবেশ প্লাস
এলআইসি SIIP
এলআইসি নিউ পেনশন প্লাস
এলআইসি নিউ ইনডেক্স প্লাস
এলআইসি নিউ এনডাওমেন্ট প্লাস
এলআইসি ভাগ্যলক্ষ্মী
এলআইসি নিউ জীবন মঙ্গল
এলআইসি মাইক্রো বচৎ প্ল্যান
এলআইসি বিমা জ্যোতি
এলআইসি বিমা রত্ন
এলআইসি ধন সঞ্চয়
এলআইসি জীবন আজাদ
এলআইসি নিউ জীবন আনন্দ
এলআইসি সিঙ্গল প্রিমিয়াম এনডাওমেন্ট প্ল্যান
এলআইসি জীবন লক্ষ্য
এলআইসি জীবন লাভ
এলআইসি আধার স্তম্ভ
এলআইসি আধার শীল
এলআইসি জীবন উৎসব
এলআইসি জীবন উমঙ্গ
এলআইসি ধনরেখা
এলআইসি নিউ বিমা বচৎ
এলআইসি নিউ মানিব্যাক প্ল্যান ২০ বছরের
এলআইসি নিউ মানিব্যাক প্ল্যান ২৫ বছরের
আরও যে সমস্ত প্ল্যান বন্ধ করেছে সংস্থা তা দেখুন এই তালিকায় (৩১ নং থেকে)
LIC Policy: আগে পলিসি করানো থাকলে কী হবে ?
লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন সংস্থা জানিয়েছে যে আগে থেকেই যে সমস্ত গ্রাহক এই তালিকার মধ্যে থাকা কোনও একটি পলিসি নিয়ে রেখেছেন, তাদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। প্ল্যান বন্ধ করার অর্থ হল ভবিষ্যতে আর এই প্ল্যানগুলি বিক্রি করবে না সংস্থা। তবে আগে থেকে প্ল্যান নেওয়া থাকলে সেগুলি বহাল থাকবে, সেগুলির সুবিধে থেকে বঞ্চিত হবেন না কোনও গ্রাহক।






















