ITR: ডেডলাইন মিস করেছেন ? এই কাজ করলে কর জমার সময় লাগবে না জরিমানা
ITR Deadline: কোনওভাবে আয়কর জমা করতে দেরি হলে আর জরিমানা ধার্য হবে না, কিন্তু কীভাবে জানেন ? আবেদন করতে হবে কনডোনেশন অফ ডিলে-র জন্য।
Income Tax Filing: গত ডিসেম্বর মাসেই ছিল আয়কর রিটার্ন জমা করার শেষ দিন। ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা করতে না পারলে অনেকেরই জরিমানা হওয়ার সম্ভাবনা থাকে। এমনকী আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেরিতে আয়কর জমা করলে আয়করের ধারা 234F-এর অধীনে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যাদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম তাদের জন্য সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা ধার্য হবে, এমনটাই নির্দেশ রয়েছে। কিন্তু কোনওভাবে আয়কর জমা করতে দেরি হলে আর জরিমানা ধার্য হবে না, কিন্তু কীভাবে (Condonation of Delay) জানেন ?
আয়কর দিতে দেরি হলে জরিমানা থেকে বাঁচাবে 'কনডোনেশন অফ ডিলে' (Condonation of Delay)। ই-ফাইলিং পোর্টালে এই কনডোনেশনের আবেদন করলে জরিমানা আর ধার্য হবে না। কিন্তু কীভাবে এই আবেদন করতে হয় ?
- ইনকাম ট্যাক্স ই-ফাইলিং-এর পোর্টালে যেতে হবে প্রথমে। তারপর নিজের তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
- লগ ইন করার পরে আপনাকে যেতে হবে একেবারে উপরের দিকে 'সার্ভিসেস' অপশনে। স্ক্রোল ডাউন মেনু ভাল করে দেখলেই একেবারে নিচের দিকে পেয়ে যাবেন 'কনডোনেশন রিকোয়েস্ট' (Condonation of Delay)।
- অপশনে ক্লিক করে কনডোনেশনের টাইপ বসাতে হবে। তারপর ক্লিক করুন 'Delay in submission of ITR-V'।
- এর মাধ্যমেই সিস্টেম থেকে কনডোনেশন রিকোয়েস্ট সম্পূর্ণ হবে।
- মূলত এই তিনটি ধাপেই এই আবেদন করা যায়।
শর্ত
- করদাতাকে ই-ফাইলিং পোর্টালের রেজিস্টার্ড ইউজার হতে হবে।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক থাকতে হবে।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধতা যাচাই করে নেওয়া থাকতে হবে এবং ই-ভেরিফিকেশন চালু থাকতে হবে।
প্রতিটি অর্থবর্ষেই করদাতাকে নির্দিষ্ট হারে কর জমা করতে হয় সরকারি কোষাগারে। তাও আবার একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই। সম্পূর্ণ বছরের করের মূল্য একজন করদাতা চাইলে কিস্তিতে কিস্তিতে ভেঙেও জমা করতে পারেন আর তাকেই বলে অগ্রিম কর প্রদান।
কোনও করদাতাকে যদি কোনও একটি অর্থবর্ষে ১০ হাজার টাকা কর দিতে হয়, সেক্ষেত্রে অগ্রিম কর জমার নিয়মানুসারে তাকে পুরো অর্থবর্ষের মধ্যে নির্দিষ্ট সময়সীমা মেনে কিস্তিতে পুরো কর ভেঙে ভেঙে জমা করতে হবে। সেক্ষেত্রে প্রতিটি কিস্তির একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে, সরকারিভাবে ঘোষিত। সাধারণ করের মত বছরের শেষে একবারে মোটা অঙ্কের টাকা কর জমা করার মত নয় এই অগ্রিম কর। এক্ষেত্রে বছরের মধ্যে প্রত্যেক কোয়ার্টারে কিছু কিছু করে কর দেওয়া বাধ্যতামূলক। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য অগ্রিম কর জমার তারিখ হল- ১৫ জুন, ১৫ সেপ্টেম্বর, ১৫ ডিসেম্বর এবং ১৫ মার্চ।