Rural Women Benefits: বিনামূল্যে মহিলারা পাবেন ৫ হাজারের সুবিধা, বড় ঘোষণা মোদি সরকারের
Overdraft facility to Rural Women: মনে করা হচ্ছে, DAY-NRLM-এর অধীনে পাঁচ কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এই সুবিধা পাবেন। ৫ হাজারের ওভারড্রাফ্ট সুবিধা পাবেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।
Overdraft facility to Rural Women: গ্রামীণ মহিলাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM)-এর অধীনে এবার বিনামূল্যে ৫ হাজার টাকার ওভারড্রাফ্ট সুবিধা পাবেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। শনিবার ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই স্কিমের উদ্বোধন করবেন গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের সচিব নগেন্দ্র নাথ সিনহা।
DAY-NRLM Update: ২০১৯-২০ সালের বাজেট বক্তৃতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য ৫ হাজার টাকার ওভারড্রাফ্ট সুবিধা দেওয়ার ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। এবার তারই বাস্তবায়ন হতে চলেছে। এই ঘোষণা অনুসারে, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM)-এ তত্ত্বাবধানে এই সুবিধা পাবেন গ্রামীণ মহিলারা। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জরুরি প্রয়োজন মেটাতে এই ওভারড্রাফ্টের সুবিধা দেবে সরকার। অনুমান করা হচ্ছে, DAY-NRLM-এর অধীনে পাঁচ কোটি মহিলা
স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এই সুবিধা পাবেন।
Rural Women Benefits: ইতিমধ্যেই মহিলাদের এই সুবিধা দেওয়ার অনুমতি পেয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (মুম্বই)। গত ১৬ নভেম্বর সব ব্যাঙ্ককে এই স্কিমটি বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছে অ্যাসোসিয়েশন। জানিয়ে দেওয়া হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ বিবরণী। এখানেই শেষ নয়। এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই ব্যাঙ্কগুলির শীর্ষ কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে সরকার। রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (State Rural Livelihood Mission)ও এই প্রক্রিয়া শুরু করেছে। সেই অনুযায়ী গ্রামীণ
মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রধানমন্ত্রী জন ধন যোজনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এমন ব্যাঙ্কের শাখায় যেতে বলা হয়েছে।
DAY-NRLM কী ? দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM) আসলে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের একটি ফ্ল্যাগশিপ স্কিম। যার লক্ষ্য গ্রামের গরিবি দূর করতে স্ব-নির্ভর গোষ্ঠীর মতো সম্প্রদায়ের মাধ্যমে দরিদ্র মহিলাদের সংগঠিত করা। ব্যাঙ্ক থেকে প্রয়োজনীয় ঋণের ব্যবস্থা করে এই মহিলাদের জীবিকা নির্বাহের ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে কাজ করে চলেছে এই মিশন। ২০১১ সালের জুন মাসে প্রথম শুরু হয় এই মিশন।
আরও পড়ুন: LIC Dhan Rekha plan: ৫ বছর অন্তর 'বাম্পার বেনিফিট' , কী আছে LIC-র এই প্ল্যানে
আরও পড়ুন: IAS Success Story: দিনমজুর বাবার IAS সন্তান, জানুন হিমাংশু গুপ্তার সাফল্যের কাহিনি