Motor Insurance Premium Hike: আরও বাড়বে গাড়ির খরচ, ১ জুন থেকে নতুন নিয়ম
Car News: পেট্রল-ডিজেলের দাম সামান্য কম হলেও আরও বাড়তে চলেছে গাড়ির খরচ। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের জন্যই হবে চোকাতে হবে এই বাড়তি মূল্য।
Car News: পেট্রল-ডিজেলের দাম সামান্য কম হলেও আরও বাড়তে চলেছে গাড়ির খরচ। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মের জন্যই হবে চোকাতে হবে এই বাড়তি মূল্য। আগামী ১ জুন থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে দেশে।
Motor Insurance Premium Hike: গাড়ির বিমার টাকা বাড়ছে
গাড়ি থাকলে আপনাকেও বইতে হবে এই বাড়িতে বিমার বোঝা। ১ জুন থেকে থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়তে চলেছে৷ সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।
Car News: কেন তৃতীয় পক্ষের মোটর বিমা ব্যয়বহুল হবে ?
সম্প্রতি গাড়ির নতুন নিয়ম ঘোষণা করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। সরকারের তরফে বিভিন্ন শ্রেণির যানবাহনের জন্য তৃতীয় পক্ষের মোটর গাড়ির বিমার প্রিমিয়াম বাড়ানো হয়েছে। ১ জুন থেকে প্রযোজ্য হবে এই বর্ধিত মূল্য। সেই কারণে চার চাকার গাড়ি ও দুই চাকার গাড়ির বিমা আরও ব্যয়বহুল হতে চলেছে।
Motor Insurance Premium Hike: কোন গাড়িতে বাড়বে কত টাকা ?
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেখানে সংশোধিত হারে কোন গাড়িতে কত প্রিমিয়াম দিতে হবে তা বলা হয়েছে। বিজ্ঞপ্তি বলছে, 1000 সিসি ইঞ্জিন ক্ষমতা সহ প্রাইভেট গাড়ির জন্য এখন 2072 টাকার পরিবর্তে 2094 টাকা প্রিমিয়াম দিতে হবে। 2019-20 সালে 2072 টাকার প্রিমিয়াম দিতে হত গাড়ির মালিকদের।
Car News: আপনার গাড়ির বিমার প্রিমিয়াম কত বাড়বে জানেন ?
1000 থেকে 1500 সিসি ইঞ্জিন-সহ প্রাইভেট গাড়ির প্রিমিয়াম পড়বে 3221 টাকার পরিবর্তে 3416 টাকা ৷1500 সিসির বেশি ব্যক্তিগত গাড়ির জন্য তৃতীয় পক্ষের বিমার প্রিমিয়াম সামান্য কমানো হয়েছে। 7897 টাকা থেকে 7890 টাকায় নেমে এসেছে এই প্রিমিয়াম। পাশাপাশি 150 থেকে 350 সিসি পর্যন্ত দুই চাকার জন্য প্রিমিয়াম দিতে হবে 1366 টাকা।যেখানে 350 cc-এর বেশি দুই চাকার জন্য এই রেট হবে 2804 টাকা।
আরও পড়ুন : 7th Pay Commission: ডিএ নিয়ে বড় খবর! ১ জুলাই থেকে বাড়তে পারে কর্মীদের বেতন