Multibagger Stock: ১০ বছরেই ১ লাখ থেকে ১১ লাখ ! ধনী বানাতে পারত এই সংস্থার শেয়ার
Share Market: মাত্র ১০ বছরের মধ্যেই ১২০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই সংস্থার শেয়ার। ১০০০০ টাকা রাখলে আজকের দিনের হিসেবে হয়েছে ১.২ লাখ টাকা, তাও ১০ বছরেই। আপনার কেনা আছে কি এই শেয়ার ?
Stock Market: মাল্টিব্যাগার শেয়ার, এরই খোঁজে থাকেন বিনিয়োগকারীরা। কোনও শেয়ার ১০০ গুণ রিটার্ন এনে দেয়, কোনও শেয়ারে আসে ১০০০ গুণ রিটার্ন। কোনওটি ৫ বছরেই টাকা বাড়িয়ে দেয় ৫ গুণ, কোনওটি আবার ১০ বছরে ১০ গুণ রিটার্ন দেয় বিনিয়োগকারীদের। চমকে দেওয়া রিটার্নের হিসেবে এবার এই সংস্থার শেয়ারও রয়েছে। মাত্র ১০ বছরের মধ্যেই ১২০০ শতাংশ রিটার্ন (Multibagger Stock) এনে দিয়েছে এই সংস্থার শেয়ার। ১০০০০ টাকা রাখলে আজকের দিনের হিসেবে হয়েছে ১.২ লাখ টাকা, তাও ১০ বছরেই। কোন সংস্থার শেয়ার ? আপনার পোর্টফোলিওতে আছে ?
কোন শেয়ারে এত মুনাফা
সংস্থার নাম রিল্যাক্সো ফুটওয়্যার (Relaxo Footwear)। এই জুতোর কোম্পানির স্টকেই মাত্র ১০ বছরের মধ্যেই মিলেছে ১২০০ শতাংশ রিটার্ন। কেউ যদি এই সংস্থার শেয়ারে আজ থেকে ১০ বছর আগে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তিনি ১.২ লাখ টাকা রিটার্ন পেতেন।
শেয়ারের দামে ওঠানামা
গত সপ্তাহে এই রিল্যাক্সো ফুটওয়্যারের (Multibagger Stock) দাম কিছুটা কমে বন্ধ হয়েছিল ৮৩১.৯৫ টাকায়। এই সংস্থার শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম রয়েছে ৯৭৪ টাকা। বর্তমানে প্রায় ২০৭০০ কোটি টাকা বাজারগত মূলধন রয়েছে এই সংস্থার। গত ছয় মাসের হিসেব করলে এই স্টকের দাম ডাউনট্রেন্ডে ছিল, ক্রমশ পড়েছে দাম। ৬ মাসে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন মাত্র ৭.৭৪ শতাংশ আর দীর্ঘ মেয়াদে ৫ বছরের হিসেব ধরলে ১২৪.৬৫ শতাংশ রিটার্ন পেতেন বিনিয়োগকারীরা। অর্থাৎ আজ থেকে ৫ বছর আগে এই সংস্থার শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে আজকের দিনে দাঁড়িয়ে রিটার্ন পেতেন ১,২৪,৮৫০ টাকা।
সংস্থার ব্যবসার প্রকৃতি
ভারতে যে সমস্ত কোম্পানি (Multibagger Stock) জুতো প্রস্তুত করে তাঁর মধ্যে প্রথম সারিতে আছে রিল্যাক্সো ফুটওয়্যার কোম্পানি। এই সংস্থার জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে রবার স্লিপার জুতো আর এই সংস্থাটি স্থাপিত হয়েছিল ১৯৮৪ সালে। সংস্থার ২৮.৭৩ শতাংশ স্টেক রয়েছে পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে। বিদেশি বিনিয়োগে আছে ৩.২ শতাংশ আর বিভিন্ন মিউচুয়াল ফান্ডে স্টেক রয়েছে ৮.৮১ শতাংশ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও পড়ুন: RK Swamy IPO: আগামী সপ্তাহেই বাজারে আসবে R K Swamy-র আইপিও, গ্রে মার্কেটে দাম কত চলছে ?