RK Swamy IPO: আগামী সপ্তাহেই বাজারে আসবে R K Swamy-র আইপিও, গ্রে মার্কেটে দাম কত চলছে ?
Upcoming IPO: সোমবার ৪ মার্চ বাজারে আসছে R K Swamy সংস্থার আইপিও। দেখে নিন আজ গ্রে মার্কেটে কত টাকা প্রিমিয়ামে ট্রেড করছে এই সংস্থার শেয়ার।
IPO Launch: আগামী সোমবার ৪ মার্চ বাজারে আসবে R K Swamy সংস্থার আইপিও। ভারতের বাজারে ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিসের সঙ্গে যুক্ত এই সংস্থা। মিডিয়া, ক্রিয়েটিভ, ডেটা অ্যানালিটিকস, মার্কেট রিসার্চ সমস্ত ক্ষেত্রেই ওয়ান স্টপ সলিউশন নিয়ে আসে এই সংস্থা। এছাড়াও ব্যবসার পরিধি আরও অনেক বড়, ব্যাপ্ত। ৫০ বছরেরও বেশি সময় ধরে এই সংস্থা দেশের বেশ কিছু বড় বড় ফিনান্সিয়াল সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে আসছে। আইপিও আসার আগে দেখে নিন সংস্থার ব্যবসা প্রকৃতি, জিএমপি ও প্রাইসব্যান্ডের সমস্ত তথ্য।
আদিত্য বিড়লা সানলাইফ এএমসি, হ্যাভেলস ইন্ডিয়া, হকিনস ইন্ডিয়া, হিমালয়া ওয়েলনেস কোম্পানি, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্সিওরেন্স কোম্পানি ইত্যাদি সংস্থার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে আর কে স্বামী সংস্থার। আইপিওর মাধ্যমে বাজার থেকে ৪২৩ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা।
২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে কর ছাড়া সংস্থার মুনাফা ৬২.৩৪ শতাংশ বেড়েছে এবং সংস্থার রেভিনিউ বেড়েছে ২২.৪৩ শতাংশ।
আইপিওর তারিখ
R K Swamy-র আইপিও আসছে আগামী ৪ মার্চ। ৬ মার্চ পর্যন্ত এই আইপিওতে বিড করতে পারবেন আপনি।
আইপিওর প্রাইসব্যান্ড
R K Swamy-র শেয়ারের প্রাইসব্যান্ড থাকছে ২৭০-২৮৮ টাকা। সংস্থার তরফে জানা গিয়েছে ১৭৩ কোটি টাকা নতুন ইস্যুর পরিমাণ আর অফার ফর সেলের মাধ্যমে ৮৭ লক্ষ শেয়ার বিক্রি করবে। এই কোম্পানির আইপিওর ফেসভ্যালু থাকছে শেয়ার পিছু ৫ টাকা।
আইপিওর লট সাইজ
এই আইপিওতে বিনিয়োগ করতে চাইলে এক লট কিনতে হবে যেখানে প্রতি লটে থাকবে ৫০টি শেয়ার। জানা গিয়েছে, সংস্থার কর্মীরা এই আইপিওতে বিনিয়োগ করতে চাইলে শেয়ার পিছু ২৭ টাকা ছাড় পাবেন।
অ্যাঙ্কর বিনিয়োগকারী
ইতিমধ্যেই R K Swamy সংস্থা ১ মার্চ শুক্রবার ২৮৮ টাকায় ৬৫ লক্ষ ইকুইটি শেয়ারের মাধ্যমে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে ১৮৭ কোটি টাকা ঘরে তুলেছে।
লিস্টিং ও অ্যালটমেন্ট
আগামী ৭ মার্চ বৃহস্পতিবার এই আইপিওর অ্যালটমেন্ট পাবেন বিনিয়োগকারীরা আর ১১ মার্চে সংস্থা বিনিয়োগকারীদের রিফান্ড করবে। ১২ মার্চ NSE ও BSE-তে এই সংস্থার শেয়ারের লিস্টিং হবে বলে জানা গিয়েছে।
গ্রে মার্কেটে দাম কত চলছে
আজ শনিবার গ্রে মার্কেটে আর কে স্বামীর আইপিও ৫৫ টাকা প্রিমিয়ামে ট্রেড করছে। বাজার বিশেষজ্ঞরা আশা করছেন ২৮৮ টাকা প্রাইসব্যান্ড থেকে ১৯.১ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ার ৩৪৩ টাকায় লিস্টিং হতে পারে বাজারে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )