PM Vikasit Bharat Yojana : ৬ মাসের আগে চাকরি ছাড়লেও পাবেন ১৫ হাজার টাকা ? বিকশিত ভারত যোজনার নিয়ম কী ?
Vikasit Bharat Yojana : ৬ মাস কাজ করার আগেই যদি অফিস ছেড়ে দেন, তাহলে পাবেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার ১৫ হাজার টাকা ?

Vikasit Bharat Yojana : আপনার মনেও জাগতে পারে এই প্রশ্ন। ৬ মাস কাজ করার আগেই যদি অফিস ছেড়ে দেন, তাহলে পাবেন প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার ১৫ হাজার টাকা ? এই নিয়ে কী নিয়ম করেছে সরকার, জেনে নিন এখানে।
কী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী
১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেবল লাল কেল্লা থেকে পতাকা উত্তোলন করেননি, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি তরুণদের জন্য একটি নতুন প্রকল্প চালু করার ঘোষণাও করেন। দেশের যুবকদের অর্থনৈতিক সুবিধার জন্য প্রধানমন্ত্রী মোদি বিকশিত ভারত যোজনা চালু করেছেন। এই প্রকল্পটি ১৫ আগস্ট থেকে সারা দেশে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে, প্রথমবার কাজ করা যুবকরা সুবিধা পাবেন।
সরকার কর্তৃক তাদের ১৫০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এই প্রকল্পের সাথে কিছু নিয়ম সংযুক্ত রয়েছে যা পূরণ করতে হবে। তবেই যুবকরা এর সুবিধা পেতে পারে। অনেক যুবকের মনে একটি প্রশ্ন থাকে যে যদি তারা ৬ মাসের আগে চাকরি ছেড়ে দেয়, তাহলে কি তারা এখনও প্রধানমন্ত্রী বিকাশিত ভারত যোজনার টাকা পাওয়া যাবে? উত্তরটি জেনে নিন।
যারা ৬ মাস আগে চাকরি ছেড়ে দেন তারা কি টাকা পাবেন?
ভারত সরকার পরিচালিত কোনও প্রকল্পের জন্য কিছু নিয়ম-কানুন নির্ধারিত রয়েছে। এর আওতায় প্রকল্পগুলির সুবিধা দেওয়া হয়। ১৫ আগস্ট থেকে দেশে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত যোজনা শুরু হয়েছে। তবে এই যোজনার সুবিধা নেওয়ার জন্য কিছু নিয়মও নির্ধারণ করা হয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, এই যোজনার আওতায় প্রথমবারের মতো কাজ করা যুবকদের সরকার ১৫০০০ টাকা আর্থিক সাহায্য দেবে। কিন্তু অনেক যুবকের মনে একটা প্রশ্ন আছে। ৬ মাস আগে প্রথম চাকরি ছেড়ে দেওয়া যুবকরাও কি এই যোজনার আওতায় ১৫০০০ টাকা পাবে? তাহলে আপনাদের বলি যে, সেই যুবকরা টাকা পাবে না।
কী সুবিধা দিচ্ছে সরকার
প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার আওতায় প্রথমবারের মতো নিয়োজিত যুবকদের ভারত সরকার ১৫০০০ টাকা সুবিধা দেবে। এই টাকা দুই কিস্তিতে যুবকদের দেওয়া হবে। প্রথম কিস্তি ৬ মাস চাকরি শেষ হওয়ার পর দেওয়া হবে। দ্বিতীয় কিস্তি ১২ মাস অর্থাৎ ১ বছর শেষ হওয়ার পর দেওয়া হবে।
অর্ধেক সুবিধা পেতে কী করতে হবে
কিন্তু যদি কোনও যুবক ৬ মাস আগে চাকরি ছেড়ে দেয়, তাহলে সে প্রথম কিস্তির সুবিধা পাবে না, অর্থাৎ সে কোন টাকা পাবে না। যদি কোন যুবক অর্ধেক সুবিধাও চায়, তাহলে তাকে কমপক্ষে ৬ মাস কাজ করতে হবে।






















