PPF Interest Rate 2023: পিপিএফ-এ সুদের হার বদলাবে নতুন বছরে, কত হবে ইন্টারেস্ট ?
Public Provident Fund: আর কিছুদিনের মধ্য়েই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। ৩১ ডিসেম্বরের মধ্য়ে নতুন করে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঘোষণা করবে সরকার।
Public Provident Fund: আর কিছুদিনের মধ্য়েই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। ৩১ ডিসেম্বরের মধ্য়ে নতুন করে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঘোষণা করবে সরকার। সেই ক্ষেত্রে PPF-এর হার বাড়লে তা নতুন বছরের প্রথম ত্রৈমাসিকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৭.১।
PPF Interest Rate 2023: কেন বাড়তে পারে সুদের হার ?
সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ক্রমবর্ধমান রেপো রেট বৃদ্ধির পরই বিভিন্ন ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। মূলত,দেশের মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই কারণেই এখন পিপিএফ অ্যাকাউন্টহোল্ডাররা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বৃদ্ধির আশা করছেন। কারণ অনেক ব্যাঙ্ক এখন স্থায়ী আমানতে পিপিএফ-এর থেকে বেশি সুদ দিচ্ছে।
PPF সুদের হার ২০২৩
সাধারণত প্রতি ত্রৈমাসিকে কেন্দ্রীয় সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) সুদের হার সংশোধন করে। PPF সুদের হারের পরবর্তী সংশোধন ডিসেম্বরের শেষের দিকে হবে৷ যা ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) PPF সুদের হার প্রযোজ্য হবে ।
PPF Benefits 2023
পিপিএফ স্কিম অ্যাকাউন্টধারীদের বিভিন্ন সুবিধা প্রদান করে। পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগের শীর্ষ পাঁচটি সুবিধা নিচে দেওয়া হল।
PPF Benefits: নিশ্চিত সুদ
পিপিএফ ডিপোজিট একটি গ্যারান্টিযুক্ত সুদ দিয়ে থাকে। তাই কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিস ব্যর্থ হলেও আপনার আমানত সুরক্ষিত থাকবে এখানে।
PPF Interest Rate 2023: ট্রিপল ট্যাক্সের সুবিধা
পিএফ অ্যাকাউন্টে জমা পরিমাণ,অর্জিত সুদ ও অ্যাকাউন্ট থেকে তোলা টাকায় ট্যাক্স ছাড় রয়েছে। আপনি ১.৫ লক্ষ টাকা বছরে এখানে জমা করতে পারেন। ধারা 80C-এর আওতায় এতে কর ছাড় পাবেন।
Public Provident Fund: বেশি রিটার্ন
পিপিএফ-এ সুদের হার সাধারণত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে দেওয়া সাধারণ ফিক্সড ডিপোজিট সুদের হারের থেকে বেশি হয়। PPF-এ বর্তমান ৭.১ সুদের হার কিছুদিন আগে পর্যন্ত অনেক ব্যাঙ্কের FD-র সুদের থেকে বেশি ছিল৷
PPF Interest Rate 2023: ঋণের সুবিধা
আপনি পিপিএফ আমানত থাকলে ঋণ নিতে পারেন। সেই ক্ষেত্রে আর্থিক বছরে কেবল একবার ঋণ নেওয়া যেতে পারে। আপনি প্রথম ঋণ পরিশোধ না করা পর্যন্ত দ্বিতীয় ঋণ দেওয়া হবে না। ঋণ নেওয়ার ২৬ মাসের মধ্যে ঋণ পরিশোধ করলে, ১ শতাংশ সুদের হার প্রযোজ্য হবে। যদি ঋণ নেওয়ার ৩৬ মাস পরে ঋণ পরিশোধ করা হয়, তাহলে বার্ষিক ৬ শতাংশ হারে ঋণের সুদের হার প্রযোজ্য হবে।
Public Provident Fund: চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা
পিপিএফ অ্যাকাউন্টের সবথেকে বড় সুবিধা,এর চক্রবৃদ্ধি সুদের হার। যা আমানতকারীদের দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্যভাবে তাদের সম্পদ বৃদ্ধি করার সুযোগ দেয়। রিটার্নের হার দেখলে বুঝতে পারবেন, আপনি PPF অ্যাকাউন্টে বিনিয়োগ করে ১ কোটি টাকা বা তারও বেশি পেতে পারেন।
আরও পড়ুন : Gold Hallmark: এইভাবে সহজেই চিনুন সোনার আসল-নকল ?