Public Provident Fund: জরিমানার পাশাপাশি হবে লোকসান ! এই অ্যাকাউন্ট বন্ধ করেননি তো ?
PPF Rules: নিয়ম বলছে, পিপিএফ অ্যাকাউন্ট ইন্যাকটিভ বা নিষ্ক্রিয় হয়ে গেলে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন অ্যাকাউন্ট হোল্ডার। প্রথমে জেনে নিন, কেন পিপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়।
PPF Update: কোভিডকালে ন্যূনতম টাকা রাখেননি এই অ্যাকাউন্টে। সারা বছর সময় পেয়েও রাখতে পারনেনি ৫০০ টাকা। আপনার এই ভুলের চরম মাশুল গুণতে হতে পারে আপনাকেই। তাই Public Provident Fund (PPF) অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে এখনই তা চালু করুন। নইলে এর ফল ভুগতে হবে।
PPF Rules: নিয়ম বলছে, পিপিএফ অ্যাকাউন্ট ইন্যাকটিভ বা নিষ্ক্রিয় হয়ে গেলে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন অ্যাকাউন্ট হোল্ডার। প্রথমে জেনে নিন, কেন পিপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়। আসলে প্রতি বছর এই অ্যাকাউন্টে কমপক্ষে ৫০০ টাকা জমা দিতে হয় গ্রাহককে। ১৫ বছর ধরে করতে হয় এই কাজ। অনেক সময় অ্যাকাউন্ট হোল্ডার বিভিন্ন কারণে অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা রাখতে পারেন না। যে কারণে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়।
PPF Account Restart: কীভাবে ফের খুলবেন বন্ধ অ্যাকাউন্ট ?
১ গ্রাহক চাইলেই ফের চালু করতে পারেন পিপিএফ অ্যাকাউন্ট।
২ PPF Account পুনরায় চালু করার প্রক্রিয়া খুব কঠিন নয়।
৩ পিপিএফ অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে, আপনাকে ব্যাঙ্ক বা সেই পোস্ট অফিসে যেতে হবে যেখানে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে।
৪ এখানে অ্যাকাউন্টটি আবার সক্রিয় করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে।
৫ ফর্ম পূরণ করার পর বকেয়া টাকা শোধ করতে হবে গ্রাহককে।
৬ যার অর্থ যে বছরগুলি আপনি ন্যূনতম টাকা জমা দেননি সেই ৫০০ টাকা করে আপনাকে দিতে হবে।
৭ এই টাকা দেওয়ার পাশাপাশি গ্রাহককে প্রতি বছরের হিসেবে ৫০ টাকা করে জরিমানাও দিতে হবে।
Public Provident Fund Update: অ্যাকাউন্ট বন্ধে কী অসুবিধা ?
১ ২০১৬ সালে সরকার PPF-এর নিয়ম পরিবর্তন করে। সেই নিয়ম অনুসারে নির্দিষ্ট পরিস্থিতিতে মেয়াদপূর্তির আগেই পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করার অনুমতি দেয় সরকার।
২ সেই নিয়ম অনুসারে অ্যাকাউন্টটি পাঁচ বছর চালু রাখার পরেই তা বন্ধ করা যেতে পারে।
৩ আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে এটি পুনরায় সক্রিয় না হওয়া পর্যন্ত আপনি এই সুবিধা পাবেন না।
৪ নিয়ম অনুসারে তৃতীয় আর্থিক বছরের পরে ও ষষ্ঠ আর্থিক বছরের শেষ পর্যন্ত পিপিএফ অ্যাকাউন্টে ব্যালেন্সের ভিত্তিতে অ্যাকাউন্ট হোল্ডার ঋণ নিতে পারেন। নিষ্ক্রিয় পিপিএফ অ্যাকাউন্টে এই সুবিধা পাবেন না আপনি।
৫ মনে রাখবেন, অ্যাকাউন্ট হোল্ডার যদি বন্ধ পিপিএফ অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনও পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান, তাহলেও তাঁকে অনুমতি দেবে না সরকার। কারণ বর্তমানে কোনও ব্যক্তি দুটি পিপিএফ অ্যাকাউন্ট রাখতে পারবেন না।