Bank Interest Rates: রেপো রেট বাড়তেই এই ব্যাঙ্কগুলি বাড়াল সুদের হার, দেখে নিন কোন ব্যাঙ্কে ঋণে সুদের হার বেশি
Bank Increased Interest rates: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট বাড়াতেই আরও একবার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিও তাদের অটো লোন, হোম লোন ও ব্যক্তিগত ঋণে সুদের হার বাড়িয়ে দিয়েছে।
Bank Increased Interest rates: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট বাড়াতেই আরও একবার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিও তাদের অটো লোন, হোম লোন ও ব্যক্তিগত ঋণে সুদের হার বাড়িয়ে দিয়েছে। যে কারণে এইসব লোন আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
Bank Interest Rates: কোন কোন ব্যাঙ্ক বাড়িয়েছে সুদ ?
আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি), ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও দেশের শীর্ষস্থানীয় হোম লোন সংস্থা এইচডিএফসি লিমিটেড সহ বেশ কয়েকটি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের জন্য ঋণের হার বাড়িয়েছে।
RBI 8 জুন রেপো রেট বাড়িয়েছে
8 জুন আর্থিক পর্যালোচনার পর আরবিআই রেপো রেটে 0.50 শতাংশের বৃদ্ধির ঘোষণা করেছে। এর আগে গত মে মাসে আরবিআই হঠাৎ রেপো রেট 0.40 শতাংশ বাড়িয়েছিল। খুব অল্প সময়ে, রেপো রেটে মোট 0.90 শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এখন রেপো রেট 4.90 শতাংশ। মুদ্রাস্ফীতির চাপ রুখতে আরবিআই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই রাতারাতি বেড়ে গিয়েছে ঋণে সুদের হার।
ICICI Bank: বেসরকারি খাতের ICICI ব্যাঙ্কে repo-linked external standard lending rate (EBLR) 8.10 শতাংশ থেকে 8.60 শতাংশে বাড়ানো হয়েছে।
PNB: পাবলিক সেক্টর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও রেপো-লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) 6.90 শতাংশ থেকে বাড়িয়ে 7.40 শতাংশ করেছে। সরকারি খাতের ব্যাহ্ক অফ বরোদাও আরএলএলআর বাড়িয়ে 7.40 শতাংশ করেছে।
HDFC Limited: বেসরকারি খাতের এইচডিএফসি লিমিটেড হাউজিং লোনের জন্য তার খুচরো প্রাইম লেন্ডিং রেট (আরপিএলআর) 0.50 শতাংশ বৃদ্ধি করেছে।
Indian Bank: ইন্ডিয়ান ব্যাঙ্ক RLLR বাড়িয়ে 7.70 শতাংশ ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেট 7.75 শতাংশ করেছে। চেন্নাই-ভিত্তিক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক RLLR বাড়িয়ে 7.75 শতাংশ করেছে। পুনে-ভিত্তিক ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রও RLLR- কে 7.20 শতাংশ থেকে বাড়িয়ে 7.70 শতাংশ করেছে।
Canara Bank:
ক্যানারা ব্যাঙ্ক এক বছরের এমসিএলআর 7.35 শতাংশ থেকে বাড়িয়ে 4.40 শতাংশ করেছে। 7 জুন থেকে এই রেট কার্যকর হয়েছে।
SBI: দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রানীতি ঘোষণার কয়েক দিন আগে তার ইবিএলআর সংশোধন করেছে।
রেপো রেট বৃদ্ধির পর সুদের হার বাড়ছে কেন?
আরবিআই ব্যাঙ্কগুলিকে তাদের স্বল্পমেয়াদী ঋণের প্রয়োজনে রেপো রেটের হারে ঋণ দেয়। সেই কারণে রেপো রেট বৃদ্ধির ফলে আরবিআই থেকে ব্যাঙ্কগুলি ঋণ নিলে তা আরও ব্যয়বহুল হবে। ফলে ব্যাঙ্কও গ্রাহকদের বেশি সুদের হারে ঋণ দিতে বাধ্য হবে।