SBI Customer Alert: কেওয়াইসির নামে হচ্ছে প্রতারণা, ভুলেও ক্লিক নয় এই লিঙ্কে
SBI Customer Alert: ট্যুইটে কোম্পানি বলেছে, KYC আপডেটের নামে চলছে জালিয়াতি। তারাই ব্যাঙ্কের গ্রাহকদের ফাঁদে ফেলছে। সামান্য একটা লিঙ্কে ক্লিক করলেই উধাও হতে পারে আপনার সঞ্চিত অর্থ।
SBI Update: গ্রাহক স্বার্থে ফের প্রতারকদের থেকে সাবধান করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সম্প্রতি ব্যাঙ্ক জালিয়াতি রুখতে সামাজিক মাধ্যমে ট্যুইট করেছে কোম্পানি। সেখানে কী বলেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক ?
SBI Customer Alert: ট্যুইটে কোম্পানি বলেছে, KYC আপডেটের নামে দেশে সক্রিয় রয়েছে একটি জালিয়াতি চক্র। তারাই ব্যাঙ্কের গ্রাহকদের ফাঁদে ফেলছে। সামান্য একটা লিঙ্কে ক্লিক করলেই উধাও হতে পারে আপনার সঞ্চিত অর্থ। সেই ক্ষেত্রে আপানর মেইল অ্যাড্রেস বা অপরিচিত কল থেকে বা এসএমএসে হানা দেবে প্রতারকরা।
SBI Update: কীভাবে সফল হচ্ছে প্রতারকরা ?
প্রথমে গ্রাহকদের ফাঁদে ফেলতে স্টেট ব্যাঙ্কের নথির মেয়াদকাল শেষ হয়ে গেছে বলবে প্রতারকরা। অপর প্রান্তের ফোনে থাকা ব্যক্তি আপনাকে জানাবে, এখনই KYC আপডেট না করলে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে গ্রাহকের অ্যাকাউন্ট। এরপরই আসবে আসবে মেইল বা মেসেজ। যেখানে হ্যাকাররা ইমেলে বা এসএমএসে একটা লিঙ্ক শেয়ার করবে আপনাকে। না বুঝে সেই লিঙ্কে ক্লিক করলেই বাড়বে সমস্যা। এমনকী এর জন্য বড় নগদ হাতছাড়া হতে পারে আপনার।
SBI Customer Alert: প্রতারণা নিয়ে কী বলছে SBI ?
দেশের বৃহত্তম ব্যাঙ্ক বলছে, প্রতারকদের এই ধরনের ফাঁদ থেকে সাবধান থাকতে হবে। কোনও অপরিচিত ব্যক্তি লিঙ্ক পাঠালে তাতে ক্লিক করবেন না। কারণ কেওয়াইসি আপডেটের জন্য ব্যাঙ্ক কখনোই আপনার কাছে লিঙ্ক পাঠাবে না। অতীতেও এই ধরনের প্রতারণার ঘটনা থেকে সাবধান হতে ট্যুইট করেছে State Bank Of India। কেউ ফোন করে নিজেদের স্টেট ব্যাঙ্কের কর্মী বললেও বিশ্বাস করবেন না বলে আগেই সতর্ক করেছে ব্যাঙ্ক।
SBI-এর তরফে বলা হয়েছে, অনেক সময় বহু লাখ টাকার প্রলোভন দেখায় প্রতারকরা। সেখানেও নানা অছিলায় আপনার ব্যাঙ্কের নথি হাতানোই থাকে তাদের মূল কাজ। একবার তা করতে পারলেই অ্যাকাউন্ট ফাঁকা হতে দেরি হবে না।