Ambulance Rules : ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্সের পথ আটকালে বড় জরিমানা, এখনই এই নিয়মগুলো জেনে নিন
Traffic Rules: অনেক সময় জেনে বুঝে অ্যাম্বুল্য়ান্সের (Ambulance Rules) রাস্তা আটকায় অনেকে। সেই ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট জরিমানার আইন। জেনে নিন, এই নিয়ে কী বলছে ট্রাফিক রুলস (Traffic Rules)।

Traffic Rules: আপনার সঙ্গেও হতে পারে এই ধরনের সমস্যা। অনেক সময় জেনে বুঝে অ্যাম্বুল্য়ান্সের (Ambulance Rules) রাস্তা আটকায় অনেকে। সেই ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট জরিমানার আইন। জেনে নিন, এই নিয়ে কী বলছে ট্রাফিক রুলস (Traffic Rules)।
অ্যাম্বুল্যান্সের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকলে..
রাস্তায় চলার সময় আপনাকে অনেক নিয়ম মেনে চলতে হবে। এমন অনেক নিয়ম আছে যা বেশিরভাগ মানুষ জানেন না। এই নিয়মগুলির মধ্যে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সম্পর্কিত। প্রায়শই দেখা যায়, যানজটের সময় মানুষ অ্যাম্বুলেন্সকে রাস্তা দিতে অবহেলা করে। অনেক সময় কিছু চালক ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্সের সামনে গাড়ি দাঁড় করিয়ে রাস্তা আটকে রাখেন। এমন পরিস্থিতিতে রোগীর সময়মতো চিকিৎসা না পাওয়ার ঝুঁকি বেড়ে যায়।
জেনে নিন অ্যাম্বুলেন্স নিয়ে ট্রাফিক নিয়ম
ট্রাফিক নিয়মে অ্যাম্বুলেন্সকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়। কারণ প্রতিটি সেকেন্ড মূল্যবান, তবুও অনেকেই এটি উপেক্ষা করেন। এখন এই অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান করা হয়েছে। যদি কোনও চালক ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্সের পথ আটকে দেন, তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। এই বিষয়ে কিছু নিয়ম রয়েছে।
অ্যাম্বুল্যান্সে বাধা দেওয়া একটি অপরাধ
রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্স যেতে দেখলে অনেকেই নীরবে অ্যাম্বুলেন্সে রোগীর নিরাপত্তার জন্য প্রার্থনা করেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক সময়, যানজটের পরেও অ্যাম্বুল্যান্সকে পথ ছেড়ে দেওয়া হয়। কেউ অ্যাম্বুল্য়ান্সের পথ আটকায় না। অ্যাম্বুল্য়ান্সের পথ আটকানো কেবল অনৈতিকই নয়, আইনত অপরাধও।
ট্রাফিক নিয়ম অনুসারে, অ্যাম্বুল্যান্সের সাইরেন শোনার সঙ্গে সঙ্গে রাস্তা ছেড়ে দেওয়া ও রাস্তা ফাঁকা করা প্রতিটি চালকের দায়িত্ব। অ্যাম্বুল্যান্সে দেরি হলে রোগীর মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। এই ক্ষেত্রে চালককে দোষী বলে ধরা হয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুল্যান্স থামায় বা এগিয়ে যেতে না দেয়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। নিয়ম ভাঙার জন্য মোটা অঙ্কের জরিমানাও দিতে হতে পারে।
আপনাকে কত জরিমানা দিতে হতে পারে
অ্যাম্বুল্যান্সের পথ আটকানোর জন্য চালকদের মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। আপনাকে জানিয়ে রাখি যে, ২০১৯ সালের মোটরযান আইনের ১৯৪ই ধারা অনুযায়ী, যদি কোনও চালক ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুল্যান্সকে চলতে না দেন বা তার পথ আটকে দেন, তাহলে তার উপর ১০,০০০ টাকা পর্যন্ত চালান আরোপ করা যেতে পারে।
এই কঠোর নিয়মের উদ্দেশ্য হল, রাস্তায় অ্যাম্বুল্যান্স যাতে সর্বদা অগ্রাধিকার পায় এবং রোগীকে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া যায় তা নিশ্চিত করা। অ্যাম্বুল্যান্স ছাড়াও, এই নিয়ম ফায়ার ব্রিগেডের মতো অন্যান্য জরুরি যানবাহনের ক্ষেত্রেও প্রযোজ্য।






















