এক্সপ্লোর

বাংলার নতুন দিশা ENT HOUSE OTT, মহারথের প্রথম সেনাপতি সুরঞ্জনের Slaying Guest

ENT HOUSE OTT: এই মুহুর্তে 'স্লেয়িং গেস্ট' ই এন টি হাউসে আসা প্রথম ওয়েব সিরিজ। সব দিক ঠিক থাকলে পুজোর আগেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।

ভারত, ১৪ই সেপ্টেম্বর, ২০২৩: ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ  'স্লেয়িং গেস্ট' ( Slaying Guest ) -এর ট্রেলার। এক ঝাঁক নতুন মুখ নিয়ে পরিচালক সুরঞ্জন দাসের এক অভিনব প্রয়াস এই ওয়েব সিরিজ ইতিপূর্বেই বহু দর্শকের মনে সাড়া ফেলেছে। চাটুল্যবর্জিত ঝরঝরে বন্ধুত্বের কাহিনী নিয়ে এই গল্পটি প্রযোজনা করেছেন এ কে ফিল্মস এন্ড প্রোডাকশন এবং ই এন টি হাউস( ENT HOUSE ) এর কর্ণধার কেশব গণেরিওয়ালা।
 
ওটিটির কর্ণধার কেশব জানিয়েছেন - " দীর্ঘদিন থিয়েটারে থাকার কারণে আমি বহু এমন অভিনেতাকে দেখেছি যারা সুযোগের অভাবে ইন্ডাস্ট্রিতে আসতে পারে না, অথবা রাজনীতির শিকারে পড়ে নষ্ট হয়ে যায়৷ " সেই অনুরাগী কর্মী মানুষজনেদের জন্যই তার বিশেষ উদ্যোগ এই ই এন টি হাউস ওটিটি। তার স্বপ্নের ইন্ডিপেন্ডেন্ট ওটিটি প্ল্যাটফর্ম। তবে এখনো ওটিটির এই নাম সর্বোচ্চ কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি প্রযোজক।
 
 এই মুহুর্তে 'স্লেয়িং গেস্ট' ই এন টি হাউসে আসা প্রথম ওয়েব সিরিজ। সব দিক ঠিক থাকলে পুজোর আগেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। এই সিরিজে অভিনয় করেছেন পামেলা কাঞ্জিলাল ( সম্প্রতি 'মন দিতে চাই' ধারাবাহিকে তিনি পরিচিত মুখ )। অভিনয় করেছেন 'জগদ্ধাত্রী' খ্যাত 'টিটু' ওরফে পল্লব চক্রবর্তী। অভিনয় করেছেন মৌসম সরকার, প্রমিথ গাঙ্গুলী শ্যামশ্রী গাঙ্গুলী, আশিষ ব্যানার্জ্জী এবং সুরঞ্জন দাস নিজে। চিত্রনাট্য ও সৃজনশীল পরিচালনায় রয়েছেন অলিভিয়া ব্যানার্জ্জী। চিত্রগ্রহণে তন্ময় বিশ্বাস এবং ভাস্কর সরকার, বিশেষ দৃশ্যে প্রমিথ। তবে পরিচালকের মতে এ ছবির সম্পদই হচ্ছেন প্রমিথ গাঙ্গুলী।
 "গোটা ছবির সুরসংযোজনা তো বটেই, আমার লেখা মূল গানটিতে যেভাবে প্রাণপ্রতিষ্ঠা করেছে প্রমিথ, আমার শব্দেরা সার্থক। মুখ্য চরিত্রে অভিনয় তো করেইছে। একা হাতে ক্যামেরাও ধরছে কখনো, সম্পূর্ণ সম্পাদনা নিজে হাতে সামলাচ্ছে, শব্দযোজনা করছে, সিরিজটাকে প্রাণ দিচ্ছে ও। শিক্ষণীয়। তবে আমার কাছে সবচেয়ে আনন্দের ওর ভেতরের পারফর্মারটাকে টেনে বের করা। ও একেবারেই অভিনয় করতে চায় না। এটায় আমি জোর করে করিয়েছি। একটা ছবিও আছে আমাদের। ওর 'রে ভার্স' - ( Ray Verse )এ ( YouTube এ available ) আমি অভিনেতা( ফেলুদা চরিত্রে ) মেক-আপ চেয়ারে। ও ক্যামেরা হাতে। আর আমার 'স্লেয়িং গেস্ট'- এ ও অভিনেতা( আকাশ চরিত্রে ) মেক- আপ চেয়ারে। আমি ক্যামেরা হাতে। জীবনের আয়নার মতো।'
 
 ইতিমধ্যে 'পরশ পাথর' নামের মূল গানটিও মুক্তি পেয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্মে। পরিচালক নিজেই লিখেছেন। গেয়েছে প্রমিথ। কেশব গাণেরিওয়ালার ই এন টি হাউসের আরও কাজ আসতে চলেছে এক এক করে। তার মধ্যে সুমীরণ ব্যানার্জ্জীর 'The Hills saw it coming', ঋষিকেশ মুখোপাধ্যায় এর 'বর্ম', সুরঞ্জন দাসের 'আয়না বাড়ি' ইত্যাদি। তবে শোনা যাচ্ছে বাংলার একটি বিখ্যাত বিষয় নিয়ে সুরঞ্জন দাস ও প্রমিথ গাঙ্গুলী জোট বেঁধেছেন। তবে সেটা কী এক্ষুনি তা নিয়ে কেউই কিছু বলতে নারাজ।

 ই এন টি হাউসের খুঁটিপুজো হচ্ছে গণেশ চতুর্থীর দিন ১৯ শে সেপ্টেম্বর। তবে সেটা খুঁটিপুজোই। তারপরের বড় উৎসবের দিন ধার্য করা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই। তবে সেদিন ঠিক কি কি অনুষ্ঠান থাকছে সে নিয়ে এক্ষুনি কিছু বিস্তারিত জানান নি প্রযোজক।

তার ইচ্ছে বাংলার 'ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট'-রা কাজ পাক। নতুন নতুন গল্প আসুক। কেশব গানেরিওয়ালা অনেক বড় স্বপ্ন দেখেছেন। অদূর ভবিষ্যতে এই স্বপ্নের দিশা ইন্ডাস্ট্রিকে কোথায় এগিয়ে নিয়ে যায় সেটাই এখন দেখার।

 

(বিধিবদ্ধ সতর্কীকরণ: এবিপি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড বা এবিপি লাইভ এই নিবন্ধটি নিয়ে কোনও ব্যক্তিগত মতামত দিচ্ছে না বা সমর্থন করছে না। পাঠক নিজে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।)

আরও দেখুন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs NZ 3rd Test Live: গিল, পন্থের দৌরাত্ম্যের পরেও ২৬৩ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস
গিল, পন্থের দৌরাত্ম্যের পরেও ২৬৩ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস
Weather Update : ২-৪ ডিগ্রি, ঝপ করে নামবে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আর দেরি নেই শীত, তারিখ বলল আবহাওয়া অফিস
২-৪ ডিগ্রি, ঝপ করে নামবে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আর দেরি নেই শীত, তারিখ বলল আবহাওয়া অফিস
HDFC Bank: ইউপিআই কাজ করবে না এই দু'দিন, আগাম বার্তা জারি HDFC ব্যাঙ্কের
ইউপিআই কাজ করবে না এই দু'দিন, আগাম বার্তা জারি HDFC ব্যাঙ্কের
IND vs NZ 3rd Test: গিল, পন্থের পার্টনারশিপের পর সুন্দরের লড়াকু ইনিংস, ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে ২৮ রানের লিড নিল ভারত
IND vs NZ 3rd Test: গিল, পন্থের পার্টনারশিপের পর সুন্দরের লড়াকু ইনিংস, ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে ২৮ রানের লিড নিল ভারত
IPL Retention: দলগঠন নিয়ে আলোচনায় পন্টিংয়ের মুখে শ্রেয়স, ঋষভের নাম, নিলামে এঁদের জন্য ঝাঁপাবে পাঞ্জাব কিংস?
দলগঠন নিয়ে আলোচনায় পন্টিংয়ের মুখে শ্রেয়স, ঋষভের নাম, নিলামে এঁদের জন্য ঝাঁপাবে পাঞ্জাব কিংস?
Salman Khan Death Threats: তুলে নিয়ে যাওয়া হবে প্রেমিকাকে, কে হুমকি দিয়েছিল সলমনকে? মুখ খুললেন অভিনেতার প্রাক্তন
তুলে নিয়ে যাওয়া হবে প্রেমিকাকে, কে হুমকি দিয়েছিল সলমনকে? মুখ খুললেন অভিনেতার প্রাক্তন
Jharkhand Earthquake : ফের ভূমিকম্প, শনিবার সকালেই দুলে উঠল মাটি, আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা
ফের ভূমিকম্প, শনিবার সকালেই দুলে উঠল মাটি, আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা
Bomb Threat In Train : ট্রেনের মধ্যে বোমা ! যাত্রী বোঝাই দূরপাল্লার ট্রেন থামল মাঝপথেই...তারপর যা ঘটল
ট্রেনের মধ্যে বোমা ! যাত্রী বোঝাই দূরপাল্লার ট্রেন থামল মাঝপথেই...তারপর যা ঘটল
Embed widget