Vodafone Mobile Phones

Vodafone Mobile Phones

বিশ্বের অন্যতম বৃহৎ টেলিকম পরিষেবাপ্রদানকারী কোম্পানি হিসেবে পরিচিত ভোডাফোন। ব্রিটেনের বহুজাতিক কোম্পানি ভোডাফোন বিশ্বের ২৫ টি দেশের টেলিকম বাজারে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। এই ২৫ দেশে ভোডাফোনের নিজস্ব পরিষেবা রয়েছে এবং স্থানীয় কোম্পানিগুলির সঙ্গে পার্টনারশিপও করেছে। ভোডাফোন ভারতে তাদের মোবাইল নেটওয়ার্ক সহ মোবাইল মার্কেটেও জায়গা তৈরির চেষ্টা করেছে। কোম্পানি এখনও পর্যন্ত ৫০-এর বেশি ফিচার ও স্মার্টফোন লঞ্চ করেছে। যদিও মোবাইল মার্কেটে কোম্পানি এখনও সাফল্যের অপেক্ষায় রয়েছে। ভোডাফোন ২০১৮-এর শেষে ভারতীয় টেলিকম কোম্পানি আইডিয়ার সঙ্গে পার্টনারশিপও করে। আইডিয়ার সঙ্গে পার্টনারশিপের পর ভোডাফোন গ্রাহকদের সংখ্যায় ভারতে প্রথম স্থানে পৌঁছে গিয়েছিল। কিন্তু পরে জিও ভোডাফোনকে পিছনে ফেলে দেন। আপাতত জিও ও এয়ারটেলের পর ভারতে তৃতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি হল ভোডাফোন।