8th Pay Commission: অষ্টম পে কমিশনে পেনশনভোগীদের বড় স্বস্তি ! কী বদল আসতে চলেছে ?
Pension Rule: দ্য ন্যাশনাল কাউন্সিল অর্থাৎ জেসিএম সম্প্রতি মন্ত্রী পরিষদ সচিবের কাছে কর্মচারীদের প্রধান দাবিগুলির একটি তালিকা জমা দিয়েছে।

Pension Rule: কেন্দ্র সরকার অষ্টম পে কমিশনের অধীনে পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি দিতে চলেছে। এখন থেকে এই নতুন পে কমিশনে কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়কাল ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করার দাবি (8th Pay Commission) জোরদার হয়েছে। এই দাবিটি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংস্থা জেসিএম কর্তৃক সরকারকে (Pension Rule) দেওয়া দাবিপত্রের একটি অংশ। যদি এই দাবি মেনে নেওয়া হয় তাহলে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী শীঘ্রই পূর্ণ পেনশন পেতে শুরু করবেন।
কমিউটেড পেনশন আসলে কী
যখন একজন কর্মী অবসরগ্রহণ করেন তখন তিনি তার পেনশনের একটি অংশ এককালীনভাবে নেওয়ার একটি বিকল্প পান। একে পেনশনের কমিউটেশন বলা হয়। এর বিনিময়ে মাসিক পেনশন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয় যাতে সরকার এককালীন পরিমাণের ক্ষতিপূরণ দিতে পারে। বর্তমানে নিয়ম অনুসারে এই টাকা ১৫ বছর পর্যন্ত কাটা হয়। সেই নিয়মে এবার এই মেয়াদ ফুরোলে অর্থাৎ ১৫ বছর পরেই এই সম্পূর্ণ পেনশন পাবেন তিনি।
১২ বছরের পুনরুদ্ধার করা উচিত কেন
এমপ্লয়ি অর্গানাইজেশন অ্যান্ড পেনশনার্স জানিয়েছে যে ১৫ বছরের মেয়াদ অনেক দীর্ঘ এবং আর্থিকভাবে ক্ষতিকর। আজকের দিনে সুদের হার সর্বত্র কমে গিয়েছে ব্যাপক হারে, কিন্তু এই টাকা কাটার নিয়ম অনেক পুরনো। এই কারণে অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের পেনশনের একটা বড় অংশ লোকসান করেন। যদি এই মেয়াদ ১২ বছর তাহলে তারা তাদের পেনশন খুব দ্রুত পেয়ে যাবেন। এতে তাদের আর্থিক অবস্থা আরও ভাল হবে।
চার্টার অফ ডিমান্ডে কী বলা হয়েছে
দ্য ন্যাশনাল কাউন্সিল অর্থাৎ জেসিএম সম্প্রতি মন্ত্রী পরিষদ সচিবের কাছে কর্মচারীদের প্রধান দাবিগুলির একটি তালিকা জমা দিয়েছে। এর মধ্যে সবথেকে বড় দাবি হল কমিউটেড পেনশনের পুনরুদ্ধারের সময়কাল ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করা উচিত। সরকারের তরফে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে এই বিষয়টি অষ্টম বেতন কমিশনের টিওআর অর্থাৎ টার্মস অফ রেফারেন্সে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এর ফলে এই পরিবর্তন বাস্তুবায়িত হতে পারে। এমন আশা দৃঢ় হচ্ছে ক্রমশ।
এই নিয়ম বাস্তুবায়িত হলে কী লাভ হবে
সরকার যদি কমিউটেড পেনশনের পুনরুদ্ধারের সময়কাল ১২ বছর ধরে তাহলে লক্ষ লক্ষ পেনশনভোগীর জন্য এটি স্বস্তির নিঃশ্বাস হতে পারে। যদিও অষ্টম বেতন কমিশনের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ তবুও এই দিকে গৃহীত প্রতিটি পদক্ষেপ সরকারে কর্মরতদের সম্মান এবং অধিকারের প্রতীক হবে। এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মীরা শীঘ্রই পূর্ণ পেনশন পাবেন।






















