Airtel: ফের বাড়ছে ফোনের খরচ, প্রিপেডের চার্জ বৃদ্ধি করছে এয়ারটেল
Airtel Prepaid Plans: এবার একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি এবার একাধিক দাম বাড়িয়ে দেবার পদক্ষেপ নিতে চলেছে এয়ারটেল। এবার থেকে মোবাইল ফোন ব্যবহারের জন্য বাড়তি খরচ করতে হবে।
নয়া দিল্লি: ভারতের বহুল ব্যবহৃত মোবাইল নেটওয়ার্ক। কিন্তু এবার একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি এবার একাধিক দাম বাড়িয়ে দেবার পদক্ষেপ নিতে চলেছে এয়ারটেল। এবার থেকে মোবাইল ফোন ব্যবহারের জন্য বাড়তি খরচ করতে হবে। সংস্থা জানিয়ে দিয়েছে, বিভিন্ন ট্যারিফ বাড়াতে চলেছে সংস্থা।
বাড়তে থাকা এই দামের তালিকা দেখে চোখ কপালে উঠে গেছে মধ্যবিত্তদের। ২৫ শতাংশ খরচ বাড়াতে চলেছে এয়ারটেল। মানে এক ধাক্কায় অনেকটাই খরচ বেড়ে যাচ্ছে। ২৬ নভেম্বর থেকে তাদের নয়া ট্যারিফ চালু হবে। মানে দিন কয়েক পর থেকে আরও বেশি করে খরত দিতে হবে এয়ারটেল মোবাইল পরিষেবা ব্যবহারকারীদর।
বেস প্ল্যানের জন্য আগে দিতে হত ৭৫ টাকা। এখন সেই প্ল্যানের জন্যই দিতে হবে ৯৯ টাকা। এছাড়াও মাসিক প্ল্যানের জন্য এবার এয়ারটেল উপভোক্তাদের অন্তত ৫০ টাকা বেশি দিতে হবে। ১৪৯ টাকার প্ল্যান বদলে গিয়ে হয়েছে ১৭৯ টাকায়। এই প্ল্যানের বৈধতা থাকবে ২৮ দিন। এই প্ল্যানের পরিবর্তে আপনি পাবেন ১০০ টি এস এম এস রোজ, প্রত্যেকদিন পাবেন ২ জিবি ডাটা। সঙ্গে থাকবে আনলিমিটেড কলিং।
২১৯ টাকার রিচার্জ এবার বদলে গিয়ে দাঁড়িয়েছে ২৬৫ টাকায়। এটির বৈধতা থাকবে ২৮ দিন। এই প্ল্যানের পরিবর্তে আপনি পেয়ে যাবেন ১০০ এস এম এস/ দিন, প্রত্যেকদিন এক জিবি করে ডাটা। সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং। ২৪৯ টাকার রিচার্জ এবার বদলে গিয়ে দাঁড়িয়েছে ২৯৯ টাকায়। এর বৈধতা থাকবে ২৮ দিন। এই প্ল্যানের পরিবর্তে আপনি পেয়ে যাবেন ১০০ এস এম এস/ দিন, প্রত্যেকদিন ১.৫ জিবি করে ডাটা। সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং।
এ ছাড়াও ২৯৮ টাকার রিচার্জ এবার বদলে গিয়ে দাঁড়িয়েছে ৩৫৯ টাকায়।এর বৈধতা থাকবে ২৮ দিন। এই প্ল্যানের পরিবর্তে আপনি পেয়ে যাবেন ১০০ এস এম এস/ দিন, প্রত্যেকদিন ২ জিবি করে ডাটা। সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড কলিং। ৩৯৯ টাকার রিচার্জ এবার বদলে গিয়ে দাঁড়িয়েছে ৪৭৯ টাকায়।এর বৈধতা থাকবে ৫৬ দিন। এই প্ল্যানের পরিবর্তে আপনি পেয়ে যাবেন ১০০ এস এম এস/ দিন, প্রত্যেকদিন ১.৫ জিবি করে ডাটা। সঙ্গে পাবেন আনলিমিটেড কলিং।